Patalkot Express Train Fire: পাতালকোট এক্সপ্রেসের দুটি বগিতে আগুন

Patalkot Express Train Fire
Patalkot Express Train Fire photo: social media


উত্তরপ্রদেশের আগ্রা জেলার মালপুরা থানার ভাদাই রেলওয়ে স্টেশনের কাছে পাঞ্জাবের ফিরোজপুর থেকে মধ্যপ্রদেশের সিওনি যাওয়ার পাতালকোট এক্সপ্রেসের (14624) দুটি বগিতে আগুন লাগে।

বুধবার বিকেলে ঘটা এই দুর্ঘটনার পেছনের কারণ এখনো জানা যায়নি। সূত্র থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, মথুরা থেকে ঝাঁসির দিকে আসা পাতালকোট এক্সপ্রেসের দুটি সাধারণ বগিতে বুধবার ভান্দাই রেলওয়ে স্টেশনের কাছে একটি বিস্ফোরণের পরে আগুন ধরে যায়। 

এ সময় কোচে চলাচলকারী লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ট্রেন থামার পর সব যাত্রীকে নিরাপদে নামানো হয়। ঘটনাস্থলে পৌঁছেছেন রেল ও রেলের আধিকারিকরা। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ট্রেনের দুটি বগিতে আগুন লেগে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তথ্য অনুযায়ী, গ্রামবাসীর সহায়তায় রেলের কর্মকর্তারা প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ব্রিগেড। পুলিশ  এবং রেলওয়ে সুরক্ষা বাহিনীও (RPF) সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। 

এই দুর্ঘটনায় প্রায় 10 থেকে 12 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বিস্তারিত আসছে...