Cyclone Hamoon: হামুনের তান্ডবে বাংলাদেশে আপাতত মৃত ৩
বাংলাদেশে তাণ্ডব দেখিয়ে মায়ানমারের পথে ঘূর্ণিঝড় ‘হামুন’। কক্সবাজার উপকূলে মঙ্গলবার রাতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়টি। প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন। সন্ধ্যা ৭টার পর মহেশখালি-কুতুবদিয়ার উপকূল দিয়ে স্থলভাগে উঠে আসতে শুরু করে ঘূর্ণিঝড়টি। এসময় প্রবল গতিতে ঝোড়ো হাওয়া-সহ ভারী বৃষ্টি শুরু হয়। টানা দুই ঘণ্টা পর দুর্বল হয়ে যায় ‘হামুন’।
এদিকে, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দেওয়াল ও গাছের নিচে চাপা পড়ে কক্সবাজারে তিনজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ১০ জন। কক্সবাজার সদর, মহেশখালি ও চকরিয়া উপজেলার বাসিন্দা তাঁরা। নিহতরা হলেন পাহাড়তলি এলাকার আবদুল খালেক (৪০)। রাত ৯টা নাগাদ ঘরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় তাঁর। দ্বিতীয়জন মহেশখালির হারাধন দে (৪৫)। তিনি রাত ৮টা নাগাদ গাছ চাপা পড়ে মারা যান। অপরজন হলেন চকরিয়া উপজেলার আজগর আলি (৫০)। গাছ চাপা পড়ে মৃত্যু হয় তাঁর।
বুধবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানান, ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে কাজ চলছে। কিন্তু মোবাইল নেটওয়ার্ক না থাকায় তা জানতে বিলম্ব হচ্ছে। মোবাইল অপারেটরদের সঙ্গে আলাপ করে দ্রুত নেটওয়ার্ক স্বাভাবিক করতে বলা হয়েছে। এটা হলে ক্ষয়ক্ষতির খবর দ্রুত পাওয়া যাবে। এ মুহূর্তে তিনজনের মৃত্যু, আড়াই হাজার ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
তিনি আরও বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের অন্তত ১৫টি স্থানে গাছ ভেঙে যায়। তা দ্রুত সরিয়ে নেয়া হয়েছে। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক করা হয়েছে। তবে অভ্যন্তরীণ সড়কের পরিস্থিতি এখনও পুরোদমে স্বাভাবিক করা সম্ভব হয়নি। সড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস এসব এলাকা কাজ করছে।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অতীশ চাকমা বলেন, ঘূর্ণিঝড় হামুনের আঘাতে হাজার হাজার গাছ উপড়ে গেছে। যার কারণে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ও কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল ব্যাহত হয়েছিল। কিন্তু রাত ৩টা পর্যন্ত কাজ করে এসব মহাসড়ক ও সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এখন শহরের সড়কগুলো থেকে উপড়ে পড়া গাছ কেটে, তা সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হচ্ছে। কিছুটা সময় লাগবে, কারণ অনেক বেশি গাছ উপড়ে সড়কে পড়েছে। চেষ্টা করছি, দ্রুত সরিয়ে সড়কে যানবাহন চলাচলের উপযোগী করার।
বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বইতে পারে। ঘূর্ণিঝড় ‘হামুন’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊