Sahara Refund Portal : ৪৫ দিন পেরিয়ে গেলেও মিলছে না টাকা, কবে পাবেন সাহারার টাকা !
'সাহারা রিফান্ড পোর্টাল' (Sahara Refund Portal) চালু করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই পোর্টালের মাধ্যমে সাহারা ইন্ডিয়ার চারটি কো-অপারেটিভ সোসাইটির বৈধ লগ্নিকারীরা টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, 'সেন্ট্রাল রেজিস্ট্রার অফ কো-অপারেটিভ সোসাইটিস (CRC)- সাহারা রিফান্ড পোর্টাল' (Sahara Refund Portal)-এ আবেদন করার ৪৫ দিনের মধ্যে লগ্নিকারীরা টাকা ফেরত পেয়ে যাবেন। অথচ ৪৫ দিন পেরিয়ে গেলেও মিলছে না টাকা এমনি অভিযোগ গ্রাহকদের।
গত ২৯ মার্চ কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল, নয় মাসের মধ্যে সাহারা গ্রুপের চারটি কো-অপারেটিভ সোসাইটির ১০ কোটি লগ্নিকারীকে টাকা ফিরিয়ে দেওয়া হবে। যে ঘোষণা করা হয়েছিল সুপ্রিম কোর্টের রায়ের পর। চারটি কো-অপারেটিভ সোসাইটির লগ্নিকারীদের টাকা ফেরানোর জন্যই মার্চেই 'সাহারা-সেবি রিফান্ড অ্যাকাউন্ট' থেকে ৫,০০০ কোটি টাকা ট্রান্সফারের অনুমতি দেয় শীর্ষ আদালত।
সেইসময় শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছিল, কেন্দ্রীয় সরকারের আবেদন ‘যুক্তিসংগত এবং ক্ষতিগ্রস্ত জনসাধারণের বৃহত্তর স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ।’ সেইসঙ্গে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে সাহারা গ্রুপের ওই চারটি কো-অপারেটিভ সোসাইটির লগ্নিকারীদের পরিচয় যাচাই করতে হবে কেন্দ্রকে। সেজন্য তাঁরা যে বিনিয়োগ করেছেন, সেটার প্রামাণ্য নথি জমা দিতে হবে। যাচাই প্রক্রিয়ার পর লগ্নিকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁদের টাকা ফেরত দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
কেন্দ্রের তরফে বলা হয়েছিলো, ‘সাহারা গ্রুপের চারটি কো-অপারেটিভ সোসাইটির (সাহারা ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি, সাহারায়ান ইউনিভার্সাল মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড, হামারা ইন্ডিয়া ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এবং স্টার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড) প্রকৃত আমানতকারীদের বৈধ ক্লেম দাখিলের জন্য একটি পোর্টাল তৈরি করা হয়েছে।’
সাহারা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, সাহারায়ণ ইউনিভার্সাল মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড, হুমারা ইন্ডিয়া ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এবং স্টারস মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড – চারটি সাহারা গ্রুপ সোসাইটির যোগ্য আমানতকারীরা CRCS সাহারা রিফান্ড পোর্টালে (Sahara Refund Portal) ফেরতের জন্য আবেদন করতে পারেন।
এই ঘোষণার পর আশার আলো দেখেন আমানতকারীরা। দ্রুত আবেদন জানান রিফান্ড পোর্টালে। সেখানে ৪৫ দিনের সময় সীমাও বেঁধে দেওয়া হয়েছিলো। অথচ আমানতকারীদের অভিযোগ আবেদনের ৪৫ দিন অতিক্রম করলেও মেলেনি টাকা।
এই বিষয়ে পোর্টালে দেওয়া টোলফ্রী নাম্বারে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়েছে পোর্টালের কাজ চলছে, দুই চারদিনের মধ্যেই টাকা ফেরত পেতে শুরু করবে আমানতকারীরা। জানাযায় এখনো পশ্চিমবঙ্গের আমানতকারীরা তাদের জমানো টাকা ফেরত পায়নি, তবে অনেক রাজ্যেই আমানতকারীরা টাকা ফেরত পেতে শুরু করেছে।
CRCS-Sahara Refund Portal Link Online
সাহারা রিফান্ডের জন্য অনলাইনে আবেদন করবার পর আবেদনের পরিস্থিতি জানতে ওয়েবসাইটের লিঙ্কটিতে ক্লিক করুন, তারপর আপনার আধারের শেষ 4 ডিজিট এবং মোবাইল নাম্বার দিয়ে Get OTP তে ক্লিক করুন। OTP আসলে তা লিখে সাবমিট করুন। আপনার আবেদনের বর্তমান পরিস্থিতি দেখতে পাবেন। https://mocrefund.crcs.gov.in।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊