Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফোনের কথা বলে ওটিপি হাতিয়ে অ্যাকাউন্ট ফাঁকা দিনহাটায়, গ্রেফতার যুবক

ফোনের কথা বলে ওটিপি হাতিয়ে অ্যাকাউন্ট ফাঁকা দিনহাটায়, গ্রেফতার যুবক 

OTP Fraud


এবার সরজমিনে প্রতারণা। ফোন করার সাহায্য চেয়ে মোবাইল নিয়ে একের পর এক নম্বর থেকে ওটিপি সংগ্রহ করে টাকা তুলে নেওয়ার ঘটনা সামনে আসলো। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটার ওকড়াবাড়ী এলাকায়। এক যুবক ওকড়াবাড়ী বাজার এলাকায় আজ সন্ধ্যায় বেশ কয়েকজন মানুষের কাছে মোবাইল নেয় ফোন করার কথা বলে আর তারপর ওটিপি নিয়ে ব্যাঙ্কের টাকা হাতানোর চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। জানা গেছে, ওই যুবকের বাড়ি নয়ারহাট এলাকায়।




ভর সন্ধ্যায় এক মেকানিক তারপর এক পঞ্চায়েত মেম্বারের সঙ্গে ঘটে এই ঘটনা। ওকড়াবাড়ী এলাকার স্টেশন চৌপথী এলাকায় তৃণমূল পার্টি অফিসের সামনে পঞ্চায়েত মেম্বার নাসির হোসেনের কাছে ফোন করার কথা বলে ফোন নিয়ে দু-তিনটা ফোন করে পরে কিছু দেখে ফোনে বলতে গেলে সন্দেহ করে ফেলে ওই পঞ্চায়েত মেম্বার। আর তারপর বিষয়টা বোঝার চেষ্টা করতেই সামনে আসে এই ভয়ঙ্কর চিত্র‌। ঘটনার খবর সামনেই আসতেই ভিড় জমায় বাজারে আসা মানুষজন। যুবককে ঘেরাও করে তৃণমূল পার্টি অফিসে রাখে স্থানীয় নেতারা।




প্রাথমিকভাবে অনুমান, ফোন করার কথা বলে ফোন নিয়ে একটা নম্বরে ফোন করে ছেলেটি। ওই প্রান্তে বসে থাকা ব্যক্তির কাছে নম্বর চলে যেতেই কোনো উপায়ে ওটিপি পাঠানো হয় তারপর সেই ওটিপি ফোনে বলে দেওয়ার পরেই অ্যাকাউন্ট ফাঁকা। এই পদ্ধতি অবলম্বন করেই প্রতারনার চেষ্টা করছিল যুবক বলে মনে করছে সকলেই। তবে এদের কোনো টিম আছে কিনা বা কোনো ভাবে কে কে জড়িত আছে সে বিষয়ে কিছুই জানা যায়নি।




সম্প্রতি, নানারকম ভাবে প্রতারণার মধ্যে পড়তে হচ্ছে মানুষকে। নিমেষেই ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। ফলে সচেতন বহু মানুষই। ফলে ফোন করার নামে ওটিপি হাতিয়ে অ্যাকাউন্ট ফাঁকা করার তথ্য সামনে আসতেই উত্তেজিত হয়ে পড়ে জনতা। বাজার এলাকায় ভর সন্ধ্যায় এই ঘটনার জের ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জমতে থাকে ভিড়। খবর দেওয়া হয় দিনহাটা পুলিশে। দিনহাটা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত জনতা ও এই ঘটনার সম্মুখীন হওয়া মানুষদের সাথে কথা বলে। এরপর যুবক থানায় নিয়ে যায়। অনেকেই মনে করছে এই ঘটনা যেমন কিছু মানুষকে হাতে নাতে শিক্ষা দিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code