Nobel Prize 2023 : নারী-পুরুষ বেতন বৈষম্য ঘোচাতে পথ দেখিয়ে নোবেল জয় গলদিনের

Nobel Prize


নারী-পুরুষ বেতন বৈষম্য ঘোচাতে পথ দেখিয়ে নোবেল জয় গলদিনের। চলতি বছরে অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন ক্লদিয়া গলদিন। 



বিশ্বজুড়ে বিভিন্ন পেশা থেকে বিভিন্ন ক্ষেত্রে নারী ও পুরুষদের মধ্যে বেতনবৈষম্য নিয়ে চোখ খুলে দেওয়া নানা তথ্যের সন্ধান দিয়েছেন তিনি। নারীশক্তির জয়গান গেয়ে চলা এই মার্কিন অর্থনীতিবিদ ২০২৩-র নোবেল পুরস্কার পাচ্ছেন। সোমবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি এফ সায়েন্সেসের (Royal Swedish Academy of Sciences) তরফে বিবৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে।


হাভার্ডের অধ্যাপকের বিভিন্ন পরীক্ষালব্ধ ফলের জেরে লিঙ্গভেদে বেতন পার্থক্য যাতে ঘোচে সেই পথে এগোনো গিয়েছে। 



এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে আলফ্রেড নোবেলের স্মরণে অর্থনৈতিক বিজ্ঞানে Sveriges Riksbank পুরস্কার হিসাবে পরিচিত। প্রাথমিকভাবে আলফ্রেড নোবেলের তালিকায় (১৮৯৫ সালের তালিকায়) ছিল না। পরবর্তীতে সুইডেনের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে অর্থনীতিতে নোবেল প্রদানের ক্ষেত্রে পদক্ষেপ করা হয়। তারপর ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল প্রদান করা হচ্ছে। যে পুরস্কারের আসল নাম হল 'Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel'।