World Cup 2023: বিশ্বকাপের মাঝেই ভারত ছাড়লেন পাক সঞ্চালিকা! কেন?

Jainab Abbas


আইসিসি ক্রিকেট বিশ্বকাপের (ICC World Cup) মাঝেই ভারত ছাড়লেন পাক সঞ্চালিকা জয়নব আব্বাস। আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ধারাভাষ্যকারদের প্যানেলে থাকা এই পাক সঞ্চালিকা হঠাৎই ভারত ছেড়ে চলে যাওয়ায় ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ভারত বিরোধী পোস্ট করার কারণে তাঁকে ভারত ছেড়ে চলে যেতে হয়েছে বলে মনে করা হচ্ছে।



৯ বছর আগে ভারত বিরোধী পোস্ট করেছিলেন এই সঞ্চালিকা এমনটাই খবর। সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্ট করার জেরে বিনীত জিন্দাল নামে দিল্লির এক আইনজীবী গত ৫ই অক্টোবর দিল্লী পুলিশের সাইবার সেলে নালিশ জানিয়েছিলেন তিনি। এমনটাই জানা যাচ্ছে তার পোস্ট থেকে। হিন্দুত্ব বিরোধী এবং ভারত বিরোধী মন্তব্য করার জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার অনুরোধ করেন।



জানা যাচ্ছে, পাকিস্তান যে সব ম্যাচ খেলবে সেই সব ম্যাচে যাওয়ার কথা তাঁর। যদিও জয়নাবের ভারত ছাড়ার কারণ এটাই কিনা জানা যায়নি। তিনি দুবাইয়ে পৌঁছেছেন বলে খবর।