তিস্তায় লাশের পাহাড়, দিনভর তল্লাশি জারি, উদ্ধার একাধিক মৃতদেহ

Tista


সিকিমে বিপর্জয়ের পর জলপাইগুড়ি তিস্তা নদীতে মৃত দেহের ছড়াছড়ি। জলস্তর কমতেই একের পর এক দেহ উদ্ধার করলো পুলিশ। জেলার তিস্তা পারে থাকা মাল থানা ,ময়নাগুড়ি থানা এবং সদর ব্লকের কোতোয়ালি থানা এলাকা মিলিয়ে মোট ১৮ টি দেহ উদ্ধার করলো পুলিশ।



এদিন উদ্ধারকাজে হাত লাগায় NDRF, সিভিল ডিফেন্স ও পুলিশ কর্মীরা। দেহ গুলিকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ সুত্রে জানা গেছে দেহ গুলির মধ্যে সেনা কর্মীদের দেহের পাশাপাশি সাধারন মানুষের দেহ রয়েছে।




জলপাইগুড়ি জেলাশাসক শামা পারভিন জানিয়েছেন আজ পর্যন্ত মোট ১৮ টি দেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে এখোনও পর্যন্ত ৬ জনের নাম পরিচয় জানা গেছে। ৪ জন সেনাবাহিনীর এবং ২ জন আম জনতার।বাকিদের নাম পরিচয় জানা যায়নি।আমরা দেহ মর্গে পাঠিয়েছি।




এদিন জলপাইগুড়ি তিস্তা নদী সংলগ্ন দাস পাড়া এলাকা থেকে দুটি মৃত দেহ উদ্ধার করা হয়। জানাগিয়েছে দুটি মৃতদেহের মধ্যে একটি মৃত দেহ পুরুষের বয়স আনুমানিক ৬০ বছর এবং একটি মৃতদেহ মহিলার বয়স আনুমানিক ৪৫ বছর। জলপাইগুড়ি পৌরসভার এম সি আই সি স্বরূপ মন্ডল জানায় আজকে আমরা দুটি মৃতদেহ উদ্ধার করেছি আরো মৃতদেহ রয়েছে বলে মনে হচ্ছে আমরা আবারও তল্লাশি চালাবো।

অপরদিকে এনডিআরএফ এর কমান্ডার হারদীপ চৌধুরী জানান আজকে জলপাইগুড়ি কোতোয়ালি থানা থেকে আমাদের বিকেল বেলা খবর দেওয়া হয় যে তিস্তা অনেক গুলি দেহ রয়েছে। আমরা এসে দেখি ইতিমধ্যে সিভিল ডিফেন্স এবং পুলিশ দেহ উদ্ধারে কাজ শুরু করেছে, আমরাও গিয়ে কাছে হাত লাগাই প্রায় চার ঘন্টার পরিশ্রমের পর আমরা দেহগুলি উদ্ধার করি। কাল সকালে আমরা আবার উদ্ধারকার্য শুরু করবো।