বাংলাতেই বিচ্ছিন্ন দ্বীপ! বৃষ্টি হলেই নৌকাই ভরসা ১৩টি গ্রামের
বেশ কয়েকদিনের বৃষ্টিতে ব্যাহত স্বাভাবিক জনজীবন । টানা কয়েকদিন বেশি বৃষ্টি হলেই সাইথিয়া বিধানসভাকেন্দ্রের মহম্মদবাজার ব্লকের বড়াম, ভেজেনা,কাটুনিয়া, গোবিন্দপুর সহ তেরোটি গ্রামের তেরোটি গ্রামের ভরসা নৌকা কারন পারাপারের রাস্তা ময়ূরাক্ষী নদীর জলের তলায় ভেসে যায় ।
স্থানীয় বাসিন্দা শৈলেন মন্ডল,অনন্ত রায় বলেন, "আষাঢ় থেকে আশ্বিন মাস পর্যন্ত নৌকাই ভরসা । ভেজিনা,গোবিন্দপুর, কাটুনিয়া,বড়াম সহ তেরোটি গ্রাম আছে । সন্ধ্যা ছয়টায় নৌকা বন্ধ হয়ে যায় । হঠাৎ জল বেড়ে যাওয়ায় জলে পড়ে চার পাঁচজনের মৃত্যু পর্যন্ত হয়েছে ।"
বড়াম গ্রামের বাসিন্দা নিমাই বাগদী বলেন, "প্রতিবছর এইরকম হয় । ভোট এলে বলে ব্রীজ করে দেবো তারপর ভোট পেরিয়ে গেলে আর মনে থাকে না ।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊