Amartya Sen: বাবা সুস্থ আছেন, গুজব ছড়াবেন না, - কন্যা নন্দনা সেন
মঙ্গলবার সন্ধ্যার আগে আচমকাই ছড়িয়ে পড়ে, অমর্ত্য সেন প্রয়াত। সেই খবরের ‘সূত্র’ ছিল সদ্য অর্থনীতিতে নোবেলজয়ী ক্লডিয়া গোল্ডিন। তাঁর ‘এক্স’ হ্যান্ডল থেকে বলা হয়, ‘মর্মান্তিক খবর! আমার প্রিয়তম অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে প্রয়াত হয়েছেন। ভাষা নেই!’
এই প্রকাশ্য বিবৃতিটি দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়ে। তবে অমর্ত্য কন্যা নন্দনা সঙ্গে সঙ্গেই জানান, অমর্ত্য ভাল রয়েছেন। তিনি বস্টনে রয়েছেন।
নন্দনা বলেন, ‘‘এই গুজব ছড়ানো বন্ধ হোক। গত সপ্তাহটা আমরা বাবার সঙ্গেই ছিলাম। তাঁর সঙ্গেই কাটিয়েছি। তিনি একেবারেই সু্স্থ আছেন। প্রাণশক্তিতে ভরপুর রয়েছেন। নিজের নতুন বই নিয়ে ব্যস্ত রয়েছেন।’’
এক্স বার্তায় জানিয়েছেন-"বন্ধুরা, আপনার উদ্বেগের জন্য ধন্যবাদ কিন্তু এটা ভুয়া খবর: বাবা পুরোপুরি ভালো আছেন। আমরা সবেমাত্র কেমব্রিজে পরিবারের সাথে একসাথে একটি চমৎকার সপ্তাহ কাটিয়েছি - গত রাতে যখন আমরা বিদায় বলেছিলাম তখন তার আলিঙ্গন বরাবরের মতোই শক্তিশালী ছিল! তিনি হার্ভার্ডে সপ্তাহে 2টি কোর্স পড়াচ্ছেন, তার লিঙ্গ বই নিয়ে কাজ করছেন - বরাবরের মতোই ব্যস্ত!"
Friends, thanks for your concern but it’s fake news: Baba is totally fine. We just spent a wonderful week together w/ family in Cambridge—his hug as strong as always last night when we said bye! He is teaching 2 courses a week at Harvard, working on his gender book—busy as ever! pic.twitter.com/Fd84KVj1AT
— Nandana Sen (@nandanadevsen) October 10, 2023
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊