Teachers Recruitment: ৫৮৫ শূন্যপদে শিক্ষক নিয়োগ, বিএড থাকলেই করা যাবে আবেদন
হিমাচল প্রদেশ পাবলিক সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট www.hppsc.hp.gov.in এ গিয়ে আবেদন করতে পারবেন। জানা যাচ্ছে, স্নাতক শিক্ষক পদে নিয়োগ করা হবে। মোট শুন্যপদ ৫৮৫। ১৭ই অক্টোবর থেকে শুরু হয়েছে আবেদন গ্রহন যা চলবে ১৩ই নভেম্বর পর্যন্ত।
শূন্যপদের বিবরণ
ইংরেজি: 63টি পদ
হিন্দি: 117টি পোস্ট
ইতিহাস: 115টি পদ
রাষ্ট্রবিজ্ঞান: 102টি পদ
অর্থনীতি: 17টি পদ
গণিত: 41 টি পদ
পদার্থবিদ্যা: 45টি পদ
রসায়ন: 29টি পদ
জীববিজ্ঞান: ০৭টি পদ
বাণিজ্য: 47টি পদ
মোট শূন্য পদের সংখ্যা - 585টি পদ
এই পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। B.Ed (Education) ডিগ্রি বা M.Sc. (শিক্ষা) দুই বছরের সমন্বিত ডিগ্রি থাকতে হবে। হিমাচল প্রদেশের রীতিনীতি, আচার-ব্যবহার এবং উপভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
01 জানুয়ারী 2023 অনুযায়ী সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 45 বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারী নিয়ম অনুযায়ী বয়সের সর্বোচ্চ ছাড় দেওয়া হবে। বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊