পূজার ছুটির আগেই মাসিক বেতন মিলবে সরকারী কর্মচারীদের 

durga maa



নিউজ ডেস্ক: বকেয়া ডিএ নিয়ে আন্দোলন দীর্ঘদিন থেকেই চলছে, বৃদ্ধি পাচ্ছে না সরকারী কর্মচারীদের বেতন। তবে এর মাঝে খুশির খবর সামনে এলো। পূজার ছুটির আগেই রাজ্য সরকারী কর্মচারীদের বেতন দিতে উদ্যোগী রাজ্য।


পুজোর ছুটির আগেই রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন দিতে তৎপরতা বাড়াল নবান্ন। প্রতি মাসের শেষ তারিখের আগেই সরকারি কর্মচারীরা সেই মাসের বেতন পেয়ে যান। এ বার সেই বেতন পুজোর ছুটি শুরু হওয়ার আগেই দিয়ে দিতে চায় রাজ্য সরকার।


যেহেতু এই বছর ১৪ অক্টোবর শনিবার পালিত হবে মহালয়া এবং পরের দিন ১৫ অক্টোবর থেকে শুরু হবে শারদীয়া নবরাত্রি। তাই ১৪ তারিখের আগেই এই মাসের বেতন দিতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এমনটাই জানা যাচ্ছে।


জানাগেছে, অক্টোবর মাসের প্রথম দিনেই সব সরকারি দফতর ও স্কুলগুলিকে বেতন বিষয়ে বার্তা পাঠানো হয়েছে। সেই বার্তায় বলা হয়েছে, সংশ্লিষ্ট দফতরগুলিকে বেতন প্রদানের প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় কাজ ৪ অক্টোবরের মধ্যেই শেষ করে ফেলতে হবে। রাজ্যের সরকারি স্কুলগুলির প্রধান শিক্ষকদেরও বার্তা দিয়ে বলা হয়েছে বুধবারের মধ্যে অনলাইন স্যালারি পোর্টাল-এ শিক্ষক ও শিক্ষাকর্মীদের অক্টোবর মাসের মধ্যে বেতন দেওয়ার কাজ শেষ করে ফেলতে হবে।