Bengali Calendar: আগামী ৪ বছরের দুর্গা-লক্ষ্মী-কালী পুজোর দিনক্ষণ
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব (Durga Puja) । দুর্গা যেনো বাঙালির ঘরের মেয়ে, দীর্ঘ ১ টা বছরের অপেক্ষার পর স্বপরিবারে বাপের বাড়িতে বেড়াতে আসে। প্রতিটা ঘরে ঘরে চলে আনন্দ আয়োজন। মহালয়ার শঙ্খধ্বনিতে বেজে ওঠে মায়ের আগমনী।
মহালয়াতে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়। মহালয়ার পরের দিন প্রতিপদ তিথি থেকে শুরু হয় শারদীয়া নবরাত্রি পালন।
এবার আসুন জেনে নেওয়া যাক আগামী ৪ বছরের দুর্গা-লক্ষ্মী-কালী পুজোর দিনক্ষণ
২০২৪
• মহালয়া (২ অক্টোবর)
• ষষ্ঠী (৯ অক্টোবর
• সপ্তমী (১০ অক্টোবর)
• অষ্টমী (১১ অক্টোবর)
• নবমী (১২ অক্টোবর)
• দশমী (১৩ অক্টোবর)
• লক্ষ্মী পূজা (১৭ অক্টোবর)
• শ্যামা পূজা (১ নভেম্বর)
২০২৫
• মহালয়া (২১ সেপ্টেম্বর)
• ষষ্ঠী (২৮ সেপ্টেম্বর)
• সপ্তমী (২৯ সেপ্টেম্বর)
• অষ্টমী (৩০ সেপ্টেম্বর)
• নবমী (১ অক্টোবর)
• দশমী (২ অক্টোবর)
• লক্ষ্মী পূজা (৭ অক্টোবর)
• শ্যামা পূজা (২১ অক্টোবর)
২০২৬
• মহালয়া (১০ অক্টোবর)
• ষষ্ঠী (১৭ অক্টোবর)
• সপ্তমী (১৮ অক্টোবর)
• অষ্টমী (১৯ অক্টোবর)
• নবমী (২০ অক্টোবর)
• দশমী (২১ অক্টোবর
• লক্ষ্মী পূজা (২৬ অক্টোবর)
• শ্যামা পূজা (১ নভেম্বর)
২০২৭
• মহালয়া (৩০ সেপ্টেম্বর)
• ষষ্ঠী (৫ অক্টোবর)
• সপ্তমী (৬ অক্টোবর)
• অষ্টমী (৭/৮ অক্টোবর)
• নবমী (৯ অক্টোবর)
•দশমী (১০ অক্টোবর)
• লক্ষ্মী পূজা (১৫ অক্টোবর)
• শ্যামা পূজা (২৯ অক্টোবর)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊