C V Ananda Bose: বাড়ছে মন্ত্রী-বিধায়কদের বেতন, বিল সই করলেন রাজ্যপাল
মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিলে সই করলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। আগেই বিধায়কদের বেতনবৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়। সেখানে বিল নিয়ে আলোচনা ও পাশ সম্ভব হয়নি। নিয়ম অনুয়ায়ী অন্য কোনও ধরনের বিলের ক্ষেত্রে তেমন প্রয়োজন না হলেও অর্থ বিল পেশের ক্ষেত্রে রাজ্যপালের অনুমোদন প্রয়োজন হয়। আর রাজ্যপালের সম্মতি ছাড়াই বেআইনি ভাবে বিল আনার অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিজেপি। টানাপোড়েনের পর সোমবার রাজ্যের পাঠানো দুটি বিলে স্বাক্ষর করে বিধানসভায় পাঠায় বলে খবর।
দুটি বিলের একটি হল The Bengal Legislative Assembly Act 1937 যা বিধায়কদের বেতন বাড়ানোর জন্য। অপরটি হল West Bengal Salaries And Allowances Act 1952 যা মন্ত্রীদের বেতন বাড়ানোর জন্য।
রাজ্যপাল বিলে স্বাক্ষর করলেও এখনই তা আইনে পরিণত হচ্ছে না। কারণ, বিধানসভার পরবর্তী অধিবেশন ৪ই ডিসেম্বর। সেখানেই এই বিল পাস হবে। তবে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী চাইলে বিশেষ অধিবেশন ডেকে বিলটি নিয়ে আলোচনা হতে পারে বিধানসভায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊