কৃষকদের জন্য সুখবর, উৎসবের মরশুমে বড় ঘোষনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee



উৎসবের মরশুমে কৃষকদের জন্য সুখবর শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার লাখ লাখ কৃষকের ১৯৭ কোটি টাকা ঋন মকুবের ঘোষনা দিলেন মুখ্যমন্ত্রী। এই খবরে স্বাভাবিক ভাবেই খুশি কৃষকরা। বাংলার শস্য বিমার অধীনে এই ছাড়ের ঘোষনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



চলতি বছর বিক্ষিপ্ত ভাবে পরিবর্তন হয়েছে আবহাওয়া। কোথাও অতিবৃষ্টির জেরে বন্যা আবার কোথাও অনাবৃষ্টির সৃষ্টি হয়েছে ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। লক্ষ লক্ষ কৃষক আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এই পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়াতে বড় ঘোষনা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 



মুখ্যমন্ত্রী টুইট করে জানান, আমরা 2.46 লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য 197 কোটি টাকা ছাড় করছি যারা বৃষ্টিপাতের ঘাটতির কারণে ধান বপন করতে পারেনি। দাবিগুলি বাংলা শস্য বীমা (BSB) এর অধীনে চূড়ান্ত করা হয়েছে, যা একটি সম্পূর্ণ রাজ্য সরকারের অর্থায়িত ফসল বীমা প্রকল্প এবং আমরা পুরো প্রিমিয়ামের পরিমাণ পরিশোধ করি। কৃষকদের কিছু দিতে হবে না।


2019 সালে স্কিমটি পরিদর্শন করার পর থেকে, আমরা 85 লক্ষ কৃষককে 2400 CR এর বেশি অর্থ প্রদান করেছি।