Abhishek Banerjee: রাজ্যপালের দেখা না পাওয়া পর্যন্ত ধর্না চালিয়ে যাব, হুঙ্কার অভিষেকের
১০০ দিনের বকেয়ার দাবিতে আজ রাজভবন (Raj Bhawan) অভিযান করে তৃণমূল (TMC)। এদিকে রাজভবনে নেই রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লীতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে না পেরে ধরনায় বসে পুলিশের হাতে আটক হন অভিষেক সহ তৃণমূলের প্রতিনিধি দল। আর এরপর পুলিশ লাইন থেকে বেড়িয়ে ৫ই অক্টোবর রাজভবন অভিযানের ডাক দেন অভিষেক বন্দোপাধ্যায়। সেই মতোই আজ রাজভবনে অভিযন চালায় তৃণমূল।
এদিকে রাজ্যপাল (Governor) সি ভি আনন্দ বোস (CV Ananda Bose) ছিলেন না রাজভবনে। উত্তরবঙ্গে (North Bengal) প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন রাজ্যপাল। আর তারপর, শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্ট থেকে দিল্লী। ফেরেননি রাজভবনে। এই প্রেক্ষাপটে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়ে দেন, রাজ্যপাল যতক্ষণ না প্রশ্নের উত্তর দিচ্ছেন, ততদিন রাজভবনের সামনেই শান্তিপূর্ণভাবে ধর্না চালিয়ে যাবেন তাঁরা।
হুঙ্কারের সুরে অভিষেক বন্দোপাধ্যায় বলেন, 'আমরা সৌজন্য দেখিয়েছি, কিন্তু রাজ্যপালের এই জমিদারি প্রথার বিরুদ্ধে। দিল্লিতে যা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতা, এর জবাব দেবে মানুষ। গায়ের জোরে বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে। ২০ লক্ষ মানুষ, যাদের দিয়ে কাজ করানো হয়েছে, তাদের প্রাপ্য আটকে। রাজ্যপালের সঙ্গে দেখা হলে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার অনুরোধ করব। কেন বাংলার টাকা আটকে রাখা হয়েছে, তা জানতে চাওয়ার অনুরোধ করব'।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'রাজ্যপালের দেখা না পাওয়া পর্যন্ত ধর্না চালিয়ে যাব। রাজ্য সরকারের থেকেও আমার জেদ অনেক বেশি। শান্তিপূর্ণভাবে এই ধর্না চালিয়ে যাব। আজ রাত ৯টায় শেষ হবে। কাল ১১টা থেকে ফের কর্মসূচী শুরু হবে। আমি এখানেই থাকব। একচুলও নড়ব না। যা করব শান্তিপূর্ণভাবেই করব।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊