অভিষেককে ফের তলব ইডির, স্ত্রী রুজিরাকেও হাজিরার নোটিশ 

Abhishek Rujira


নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব করা হল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়কে। শুধু অভিষেককেই নয় এবার তলব করা হয়েছে অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়কেও। আগামী ৯ই অক্টোবর সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দোপাধ্যায়কে। পাশাপাশি রুজিরা বন্দোপাধ্যায়কে ১১ই অক্টোবর হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



সূত্রের খবর, অভিষেক পত্নী রুজিরা বন্দোপাধ্যায়ের বয়ান রেকর্ড করতে চায় ইডি। এর আগেও ইডির জেরার মুখে পড়তে হয়েছিল রুজিরাকে। বিদেশ থেকে সোনা আনার মামলায় একাধিকবার হাজিরা দিতে হয়েছে তাঁকে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করার পর বুধবার স্ত্রী রুজিরাকেও নোটিস পাঠানো সূত্রের খবর। আগামী ৬ ও ৭ই অক্টোবর অভিষেকের মা ও বাবাকে তলব করা হয়েছে।



এর আগে ৩রা অক্টোবর অভিষেক বন্দোপাধ্যায়কে তলব করেছে ইডি। কিন্তু দিল্লীতে পূর্বঘোষিত কর্মসূচি থাকায় সেদিন হাজিরা দেননি অভিষেক বন্দোপাধ্যায়। বুধবার সকালে জানা গেল, অভিষেককে ৯ তারিখ ফের তলব করা হয়েছে। ১০ তারিখ আদালতে রিপোর্ট পেশ করতে চায় ইডি। সেই কারণে ৯ অক্টোবর ডেকে পাঠানো হল। আর ১১ অক্টোব রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।