তিন দিনের বৃষ্টিতে ভাঙলো রাজ আমলের তৈরি বর্ধমানের রাধা গোবিন্দ মন্দির
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-
তিনদিনের বৃষ্টিতে ভেঙ্গে পরলো রাজ আমলে তৈরি বর্ধমান মহন্থস্থল রাধা গোবিন্দর মন্দির। রাজ আমলে তৈরি পূর্ব বর্ধমানের মহন্থস্থলের এই রাধা গোবিন্দর মন্দিরটি রাজ বংশের গুরুদের জন্য তৈরী করা হয়। জরাজীর্ণ মন্দিরে পাশ দিয়ে বয়ে চলেছে সড়ক পথ। মন্দিরে পাশেই আছে বর্ধমান হোমিও পাথি মেডিকেল কলেজ।
জরাজীর্ণ এই মন্দিরটির সংস্কারের কাজ শুরু করেছিলেন রাধা দামোদর ট্রাস্ট কমিটি। ভেঙ্গে ফেলে রাখা হয়েছিলো মন্দিরে একটি বড়ো অংশ। কোনো অজ্ঞাত কারনে মন্দির সংস্কারের কাজ বন্ধ রাখা হয় দীর্ঘদিন ধরে। চুন সুরকির তৈর আধভাঙ্গা মন্দিরে তিনদিনের লাগাতার বৃষ্টির জল পড়ে। অবশেষে গত রাতে ভেঙ্গে পরে এই চুন সুরকির তৈরী এই রাধা গোবিন্দর মন্দিরের এক অংশ।
রাত দশটা নাগাদ মন্দিরে এক অংশ হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।এরপর তারা খবর দেন বর্ধমান সদর থানায়। মন্দিরের অংশটি রাস্তার উপর ভেঙ্গে পরায় মানুষের চলাচল বন্ধ হয়ে যায়।আরো বড়োসড়ো দূর্ঘটনার হাত থেকে সকালকে রক্ষা করতে মোতায়ন করাহয় পুলিশ বাহিনী।রাস্তার দুপাশে বেঁধে দেয়া হয় বাঁশ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊