Latest News

6/recent/ticker-posts

Ad Code

Earthquake: ২০দিনের মাথায় ফের ভূমিকম্প নেপালে, রিখটার স্কেলে মাত্রা ৬.১

২০দিনের মাথায় ফের ভূমিকম্প নেপালে, রিখটার স্কেলে মাত্রা ৬.১

Nepal Earthquake


মনোজ কুমার বর্মন:

রবিবার সাত সকালে ৬.১ তীব্রতার একটি ভূমিকম্পে কেঁপে উঠল ভারত নেপাল-সীমান্ত। নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী সকাল ৭:৩৯ মিনিটে নেপালের রাজধানী কাঠমান্ডুর পশ্চিম প্রান্তে প্রায় ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত ধাধিং এই মারাত্মক কম্পনের কেন্দ্রস্থল। ধাদিং ছাড়াও নেপালের বাঘমতি ও গণ্ডকী প্রদেশ এবং ভারতের বিহার রাজ্যেও এই এই কম্পনের আংশিক তীব্রতা অনুভূত হয়েছে। যদিও এখনো পর্যন্ত নেপাল সরকারের তরফ থেকে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 



ধাদিং জেলার একজন সিনিয়র সরকারি আধিকারিক বদ্রিনাথ গায়রে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, "আমরা খুব শক্তিশালী একটি কম্পন অনুভব করি, কিছু মানুষ তাদের ঘর থেকে ছুটে বাইরে বেরিয়ে এসেছে।"




প্রসঙ্গত উল্লেখ্য যে, হিমালয়ের কোলে অবস্থিত নেপাল বরাবরই একটি ভূমিকম্প প্রবণ দেশ। ভূমিকম্প প্রবণ দেশের তালিকায় সারা বিশ্বে নেপালের অবস্থান ১১ তম। গত ৩রা অক্টোবরও ভূমিকম্পে কেঁপে উঠেছিল ভারতের প্রতিবেশী এই দেশটি। একের পর এক প্রায় চারটি ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছিল নেপাল কে প্রভাব পড়েছিল ভারতের রাজধানী দিল্লি সহ উত্তরপ্রদেশের লখনৌ, উত্তরাখণ্ডের কিছু অংশ, চণ্ডীগড় এবং জয়পুরে। তিব্বত এবং ভারতীয় টেকটনিক প্লেটের মাঝে অবস্থিত হওয়ার দরুন মাঝেমধ্যেই দুটো প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্টি হওয়া ভূমিকম্পের কবলে পড়তে হয় নেপালকে। ২০১৫ সালের ৭.৮ তীব্রতার ভূমিকম্পের স্মৃতি এখনো নেপালের মানুষের মনে টাটকা। প্রচুর ক্ষয়ক্ষতি ছাড়াও প্রায় নয় হাজার মানুষের মৃত্যু নেপাল বাসীর কাছে যেন আজও বিভীষিকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code