Madan Mitra: ফিরহাদের পর বিধায়ক মদন মিত্রের বাড়িতেও CBI-হানা
পুরনিয়োগ দুর্নীতিতে তৎপর হয়েছে তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দেয় ইডি। টানা ১৯ ঘন্টা চলে তল্লাশি। আজ রবিবার সকালে প্রথম মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দেয় সিবিআই। আর ঠিক কিছুক্ষন করে সিবিআইয়ের অপর একটি দল হানা দেয় মদন মিত্রের বাড়িতে। কামারহাটির বিধায়ক মদন মিত্র। ভবানীপুরের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বেশ কিছুক্ষণ পর দক্ষিণেশ্বরের ফ্ল্যাটেও হানা বলে খবর।
কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুদামা রায়, হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায় এবং কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের অসীম সাহা এবং টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের বাড়িতেও হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। চলছে তল্লাশি।
রবিবার সকালে সিবিআইয়ের একটি দল চেতলায় ফিরহাদের বাড়িতে পৌঁছায়। বাড়ির ভিতর ঢুকে তল্লাশি চালাচ্ছে তারা। বাইরে দাঁড়িয়ে বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানেরা। কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এদিকে বিধায়ক মদন মিত্রের বাড়িতেও সিবিআইয়ের হানা। এখনও চলছে তল্লাশি এমনটাই খবর।
পুর নিয়োগ-দুর্নীতির তদন্তে একযোগে ১২ জায়গায় সিবিআই হানা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর বাড়িতে সিবিআই। চেতলায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা দিতেই এলাকায় চাঞ্চল্য। সূত্রের খবর, পুরসভার গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে তল্লাশি চালাচ্ছে সিবিআই।
মেয়রের বাড়িতে হানা দিতেই এলাকার বহু মানুষ দলে দলে পৌঁছে যান মেয়রের বাড়ির বাইরে। তাঁদের অনেকের মুখেই শোনা যায় রাজনৈতিক চক্রান্তের কথা। অনেকেই দাবি করেন যে ফিরহাদ হাকিম তাঁদের কাছে ভগবান এবং অন্যান্য অনেকেই টাকা নিলেও তাদের বাড়িতে কেন যাচ্ছে না তদন্তকারীরা। অবস্থা সামাল দিতে মেয়রের বাড়ির সামনে পৌঁছায় চেতলা থানার পুলিস।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊