বন্ধ বসতি-র ব্যবহার, নতুন নাম জানালেন মুখ্যমন্ত্রী
বন্ধ করতে হবে বস্তি শব্দের ব্যবহার। বস্তির বদল ব্যবহার করতে হবে উত্তরন। ভার্চুয়ালি দুর্গোৎসব শুভ সূচনার মঞ্চ থেকে এমনটাই নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, তৃতীয়ার বিকেলে পুজোর ভারচুয়াল উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) সাফ জানিয়ে দিলেন সেকথা।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বসতি আর বলবে না। ওদের মধ্যে যে প্রাণ আছে, যে ভালবাসা আছে, তা অনেকের নেই। বসতি কথাটা তুলে দাও।’’ এরপরই বসতির বদলে ‘উত্তরণ’ শব্দটি ব্যবহার করতে বলেন।
মুখ্যমন্ত্রী বলেন, “ঠিকা-স্বত্ব পেয়ে গেলে তো নিজেদের জায়গা। এটাকে বসতি বলবে না। এটা আমার মাটির কুটির, আমার ভালবাসার জায়গা, মায়ের আঁচল। বসতি বলে কিছু হয় না। বসতি কথাটা তুলে দাও। প্রয়াস বা এই জাতীয় কিছু নাম দাও। কিংবা উত্তরণ।”
মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে ফিরহাদও জানান, পুরনিগমে (KMC) তিনি এই শব্দটি ঠিক করে নেবেন। মমতার প্রস্তাব, এগুলিকে যেন উত্তরণ-১, উত্তরণ-২, উত্তরণ-৩, এভাবে যেন নামকরণ করা হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊