৪৮০ শূন্যপদে ১৩.৫ লক্ষ আবেদন, চিন্তায় প্রার্থীরা, স্বচ্ছ নিয়োগে পদক্ষেপ নিচ্ছে PSC!
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর (FOOD SI) পদে নিয়োগের আবেদন গ্রহন প্রক্রিয়া সম্পন্ন করেছে। আবেদন শেষ হওয়ার পরে উঠে এল বিরাট তথ্য। শূন্যপদের তুলনায় কয়েকগুন বেশি জমা পড়েছে আবেদন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ফুড সাপ্লাই এসআই (WBPSC FOOD SI) পদে মোট ৪৮০টি শূন্যপদ পূরণ হবে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন (PSC) সূত্রে জানা গিয়েছে, এই ৪৮০টি শূন্যপদের জন্য এখনও পর্যন্ত আবেদন জমা পড়েছে ১৩ লাখেরও বেশি।
গত ২৩ অগস্ট থেকে শুরু হয়েছিল খাদ্য দফতরের এসআই পদে আবেদনের প্রক্রিয়া। সেই প্রক্রিয়া চলে গত ২১ সেপ্টেম্বর পর্যন্ত। খাদ্য দফতরের এসআই পদে আবেদনের যোগ্যতা ছিল মাধ্যমিক পাশ। রিপোর্ট বলছে শুধু মাধ্যমিক পাশেই নয় উচ্চ শিক্ষা অর্জনকারী অনেকেই এই পদে চাকরির জন্য আবেদন করেছেন। এর আগে শেষবার ২০১৮-এ হয়েছিল এই নিয়োগ প্রক্রিয়া। এরপর দীর্ঘ পাঁচ বছর কেটেছে। এবার ২০২৩-এ।
বিপুল সংখ্যক আবেদন জমার হিসেব দেখে রাজ্যের ক্রমবর্ধমান বেকার সমস্যার দিকেই আঙুল তুলেছেন বিশেষজ্ঞ মহল। ৪৮০ শূন্যপদে সংশ্লিষ্ট সাড়ে তেরো লক্ষ প্রার্থীর প্রতিযোগিতা কার্যতই কঠিন। চাকরি পাওয়া যে রীতিমতো চ্যালেঞ্জ হবে তা এখন থেকেই আশঙ্কা করছেন চাকরি প্রার্থীরা। বহু উচ্চ শিক্ষা অর্জনকারী প্রার্থী আবেদন জানিয়েছে। ফলে সবার সঙ্গে সবার টক্কর দিয়ে মাত্র ৪৮০ শুন্যপদে ৪৮০ জন নিয়োগে নিজের জায়গা দখল করা যে খুব কষ্টের হবে তা বুঝতে পারছে পরীক্ষার্থীরা।
সূত্রের খবর, এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর মাঝে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পদক্ষেপ নিতে চলেছে পিএসসি। পরীক্ষায় ওএমআর শিটের কার্বন কপির ব্যবস্থা করতে পারে কমিশন। পরীক্ষার পর কার্বন কপি বাড়ি নিয়ে আসতে পারবে পরীক্ষার্থীরা। পাশাপাশি এবছর পরীক্ষা না হওয়ার সম্ভাবনাই বেশি এমনটাই দাবি সূত্রের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊