গোপন ভিডিওর জের ! কোচবিহার পলিটেকনিক কলেজের দুই ছাত্রের উপর অকথ্য অত্যাচার, গ্রেপ্তার ৩
![]() |
আক্রান্ত ছাত্রের বাবা |
রিগিংয়ের জেরে আত্মহত্যার চেষ্টা করল কোচবিহার পলিটেকনিক কলেজে এক প্রথম বর্ষের ছাত্র। এমনটাই অভিযোগ করে জানালেন ছাত্রের বাবা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক দশটা নাগাদ। আহত আরো একজনকে প্রাথমিক চিকিৎসার করে ছেড়ে দেয় কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতাল।
ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। কোচবিহার পলিটেকনিক কলেজের জেনারেল সেক্রেটারি মিসবাউল ইসলাম জানান, শুক্রবার রাত আটটা নাগাদ কলেজের প্রথম বর্ষের ছাত্র আকাশ আইচ এবং খোকন বর্মন তাদের মেসে ছিল। সে সময় সেই মেসেই থাকা আরেকজন সিনিয়র ছাত্র বিক্রমাদিত্য বাইরে থেকে বহিরাগতদের নিয়ে এসে তাদের উপর আক্রমণ চালায়। তাদের মুখে রুমাল গুজে দেওয়া হয় যাতে তারা চিৎকার করতে না পারে। ঘটনায় গুরুতর আহত হয়েছে দুইজন। এদের মধ্যে আকাশ আইচ কোচবিহার এনজেএন মেডিকেল কলেজ হাসপাতালে একরাত্রি চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ অবস্থায় ছুটি পায়। কিন্তু অত্যন্ত গুরুতরভাবে আহত খোকন বর্মন কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে জানান মিসবাউল ইসলাম ।
আহত খোকন বর্মনের বাবা পরিমল বর্মন অভিযোগ করে বলেন গতকাল রাতেই খবর পেয়েছিলাম ছেলে গুরুতর আহত হয়েছে। আমরা পুলিশের দ্বারস্থ হচ্ছি ঘটনার পূর্ণ তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি জানাচ্ছি।
তবে কলেজ সূত্রের খবর অন্যরকম। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্র জানিয়েছেন, অভিযুক্ত বিক্রমাদিত্য প্রায় প্রতিদিনই একটি মেয়েকে সাথে করে নিয়ে এসে উঠত। দীর্ঘদিন থেকে এই বিষয়টির প্রতিবাদ জানিয়ে আসছিল আকাশ এবং খোকন। সেই মেয়েটিকে নিয়ে মেসে থাকার সময় আকাশ এবং খোকন একটি গোপন ভিডিও করেছিল বলেও সূত্রের মাধ্যমে জানানো হয়েছে। তারপরেই ক্ষিপ্ত বিক্রমাদিত্য তাদের ওপরে চড়াও হয় বহিরাগতদের নিয়ে এসে।
মেসের মালিক কার্তিক শীল জানান, মাত্র এক মাস হয়েছে আহত এই দুই ছাত্র তার মেসে থাকতে এসেছিল। এই মেসের দায়িত্ব এবং দেখভাল মূলত তার স্ত্রী করেন। তবে মহিলা জনিত কোন ঘটনার কোন অভিযোগ এর আগে এসে পৌঁছায়নি বলে জানান তিনি।
আক্রান্ত দুজনই কোচবিহার মাথাভাঙ্গা দুই নম্বর ব্লক অন্তর্গত ঘোকসাডাঙ্গা এলাকার বাসিন্দা। এদের মধ্যে একজন মেকানিক্যাল এবং অপরজন অটোমোবাইলের প্রথম বর্ষের ছাত্র।
কোচবিহার জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনা এখনো পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে এবং ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊