ভাইস চেয়ারম্যান এর সাথে দেখা করতে এসে খারাপ ব্যবহারের শিকার আশা কর্মীরা

East Burdwan



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-


ডেঙ্গু বিষয়ে ডিজিটাল মাধ্যমে নাম নথিভুক্ত করতে বেশ কিছু সমস্যা থাকার কারনে বর্ধমান পৌরসভার ডেঙ্গু আধিকারিকদের সাথে দেখা করেন আশা কর্মীরা। আধিকারিকদের পরামর্শ মত বর্ধমান পৌরসভার ভাইস চেয়ারম্যান। মৌসুমী দাসের সাথে দেখা করতে গেলে ভাইস চেয়ারম্যানের মহিলা সিকিউরিটি তাদের সাথে খারাপ ব্যবহার করে বলে অভিযোগ করেন আশা কর্মীরা। এরপরে তারা ক্ষোভে ফেটে পড়েন। উত্তেজনা সৃষ্টি হয় বর্ধমান পৌরসভায়। 


আশা কর্মীরা বলেন, ডেঙ্গু বিষয় এবং অন্যান্য কিছু বিষয়ে আগে খাতা কলমে নাম নথিভুক্ত করা হতো। বর্তমানে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে ডিজিটাল এর মাধ্যমে অর্থাৎ মোবাইল ফোনের এপ্ন এর মাধ্যমে।এই নাম নথিভুক্তি করণ করতে হবে। অ্যাপসের মাধ্যমে নাম নথিভুক্তি করতে গিয়ে লিংক না থাকায় চরম সমস্যায় পড়ছেন আশা কর্মীরা। 



এনিয়ে পৌরসভার আধিকারিক সঙ্গে পরামর্শ করেন তারা। আধিকারিকদের পরামর্শ মতো বর্ধমান পৌরসভার ভাইস চেয়ারম্যান মৌসুমী দাসের সাথে এই বিষয়ে কথা বলতে গেলে তার সিকিউরিটি তাদেরকে ঢুকতে বাধা দেয়। এরপরে তাদেরকে বেরিয়ে যেতে বলে বলে অভিযোগ করেন তারা।