চিকিৎসা পরিষেবাকে আরো উন্নত করতে QR কোড চালু, স্ক্যান করলেই মিলবে টিকিট
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-
রাজ্যের চিকিৎসা পরিষেবাকে আরো উন্নত করতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নির্দেশমতো রাজ্যের প্রতিটি হাসপাতালে বসানো হলো কিউ আর কোড স্ক্যানার মেশিন। রাজ্য সরকার নির্দেশ মত বর্ধমান হাসপাতালের বহির্বিভাগেও বসানো হয় এই কিউ আর কোড, স্ক্যানার মেশিন। স্ক্যানার মেশিন থেকে টিকিট সংগ্রহ করলে।প্রেসেন্ট পার্টির সাশ্রয় হবে দুটাকা।এমনটা জানিয়েছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সুপার তাপস ঘোষ।
কিউ আর কোড স্ক্যান করলেই এবার মিলবে হাসপাতাল বহির্বিভাগের টিকিট। শুধু তাই নয়, কিউ আর কোডের মাধ্যমে কাটা টিকিটের জন্য নির্ধারিত দু-টাকাও দিতে হবে না এই সিস্টেমে। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ইতিমধ্যেই এই পরিষেবা চালু হয়েছে। হাসপাতালের টিকিট কাউন্টারে লাগানো হয়েছে ‘কিউ আর কোড’ দেওয়া বোর্ড।
কিভাবে চলবে এই পরিষেবা? হাসপাতাল কর্তারা জানিয়েছেন, হাসপাতালের যেখানে বহির্বিভাগের টিকিট দেওয়ার কাউন্টার রয়েছে, সেখানে এই কিউআর কোড লাগানো হয়েছে। যিনি বহির্বিভাগের চিকিৎসা করাতে আসবেন, তাঁকে স্মার্টফোনে ওই কিউআর কোড স্ক্যান করতে হবে। তারপর একটা ওয়েবসাইট আসবে। সেখানে থাকা ফর্মে নাম-সহ বেশ কিছু তথ্য লিখতে হবে। তা লেখার পরে গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে, মোবাইলে একটি ওটিপি আসবে।সেই নম্বর টিকিট কাউন্টারে দিলে, সেখানে থাকা কর্মী বহির্বিভাগের টিকিট প্রিন্ট করে দেবেন। এই টিকিটের জন্য কোনও টাকা দিতে হবে না। কিউ আর কোডের জন্য একটি বিশেষ টিকিট কাউন্টারও খোলা হয়েছে।
পাশাপাশি, স্মার্ট ফোন ব্যবহার করেন না এমন রোগী বা আত্মীয়দের জন্য কাউন্টার থেকে আগের মতো ২ টাকা দিয়ে যেভাবে টিকিট কাটা হত, সেই ব্যবস্থাও চালু থাকছে।
হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, ‘স্বাস্থ্য ভবনের নির্দেশে এই পরিষেবা চালু করা হয়েছে।মূলত যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই পরিষেবা খুব কাজে আসবে। লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝামেলা অনেকটাই কমবে। তার আরও দাবি, হাসপাতালে ইতিমধ্যে অনলাইন টিকিট এবং ই-প্রেসক্রিপশন পরিষেবাও চালু হয়েছে। সাধারণ মানুষের সুবিধার জন্য আমরা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করে পরিষেবার উন্নতি ঘটানোর প্রয়াস জারি রেখেছি।’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊