দলেরই একাংশের হাতে তালা বন্দী,বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারকে ঘেরাও করে তালবন্দী করে রাখলেন বিজেপির কর্মীরা। বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি কার্য্যালয়ে দলীয় কর্মীদের দ্বারা তালবন্দী বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে দুরহটাও শ্লোগান তুলে বিক্ষোভে ফেটে পড়লেন দলের কর্মীদের একটা অংশ।
বিক্ষুব্ধ কর্মীদের অভিযোগ জেলায় এক নায়ক তন্ত্র কাজ করে বিজেপির ক্ষতি করে চলেছেন তিনি। তাই মন্ত্রীকে তালা দিয়ে বিক্ষোভ বিজেপির কর্মীদের।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দলের বাঁকুড়া জেলা কার্যালয়ে সাংগঠনিক বৈঠক ছিল। বৈঠকে সুভাষবাবু ছাড়াও হাজির ছিলেন দলের জেলা সভাপতি সুনীল রূদ্র মণ্ডল। অভিযোগ, হঠাৎই জনা কয়েক যুবক কার্যালয়ে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। এমনকি মারধোর করা হয় জেলা সভাপতিকে এমনটাই অভিযোগ।
ফোনে নিজের নিরাপত্তারক্ষীদের খবর দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। নিরাপত্তার দায়িত্বে থাকা CISF জওয়ানরা বিজেপি কার্যালয়ে এসে তালা ভেঙে তাঁকে উদ্ধার করে বলে খবর।
দলেরই একাংশের হাতে তালা বন্দী,বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারদলেরই একাংশের হাতে তালা বন্দী,বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার #BreakingNews
Posted by Sangbad Ekalavya on Tuesday, September 12, 2023