SBI PO Recruitment: স্নাতক যোগ্যতায় ২০০০ শূন্যপদ নিয়োগে আবেদন গ্রহন চলছে, এখনি আবেদন করুন 


Job news
Job Notification 


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) প্রবেশনারি অফিসার (Probationary Officer) পদে ২০০০ শূন্যপদ পূরণে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ৭ই সেপ্টেম্বর ২০২৩ থেকে আবেদন করতে পারবেন।



SBI PO 2023 অনলাইন আবেদনের লিঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ। যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন এবং SBI PO পরীক্ষার জন্য আবেদন করার জন্য আবেদনের লিঙ্কটি অ্যাক্সেস করতে পারেন। আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা হয়, এবং প্রার্থীদের প্রয়োজনীয় বিবরণ পূরণ করতে হবে, প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে এবং প্রদত্ত লিঙ্কের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। আগামী ২৭শে সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত আবেদন করা যাবে।



যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক হলেই করা যাবে আবেদন।



আবেদন ফি: ৭৫০/- টাকা। এসসি, এসটি ও বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের কোনো ফি জমা করতে হবে না।



বয়সসীমা: ১ এপ্রিল ২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছর।



এসবিআই পিও পদে নিয়োগে প্রার্থীদের তিনটি ধাপে পরীক্ষা দিতে হয়। প্রথমে প্রিলিমিনারী এরপর মেনস এবং সর্বশেষ গ্রুপ এক্সারসাইজ ও ইন্টারভিউ। তিনটি ধাপ উতরে গেলেই মিলবে চাকরি।



বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন: CLICK HERE FOR OFFICIAL NOTIFICATION FOR THE POST OF STATE BANK OF INDIA PO 



আবেদন করতে ক্লিক করুন: CLICK HERE FOR APPLY ONLINE