Latest News

6/recent/ticker-posts

Ad Code

Today News: জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর, দেখুন ভিডিও

Today News: জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর, দেখুন ভিডিও

Today News



বড়জোড়া, সৌভিক সিংহ : জলে ডুবে থাকা সেতু দিয়ে পারাপার করতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম লাগোয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে দুর্ঘটনার সময় ওই ট্রাক্টরে চালক সহ ৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ট্রাক্টর ছেড়ে সাঁতার কেটে পাড়ে উঠে আসেন চালক সহ যাত্রীরা।


মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দামোদরের শাখা নদী। গত কয়েকদিনের বৃষ্টিতে জেলার অন্যান্য নদীর পাশাপাশি এই শাখা নদীতেও জলস্তর বৃদ্ধি পায়। নদীর উপর থাকা নিচু সেতুর উপর দিয়ে বেগে বইতে শুরু করে জল। আজ জীবনের ঝুঁকি নিয়ে সেই জল পেরিয়েই একটি ট্রাক্টর যাচ্ছিল। চালক ছাড়াও ইঞ্জিনের দুপাশের সিটে ও পিছনের ট্রলিতে বসে ছিলেন আরো পাঁচ জন শ্রমিক। তারা সাঁতরে পাড়ে উঠে প্রাণ বাঁচান।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code