ত্রিশঙ্কু গ্ৰাম পঞ্চায়েতে উপসমিতি গঠন করল তৃণমূল

Jalpaiguri news



জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ

গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সিপিএমের, উপপ্রধান বিজেপির। আর গ্ৰাম পঞ্চায়েতের উপসমিতি দখল করলো তৃণমূল কংগ্রেস। প্রধান, উপপ্রধান না পেলেও বৃহস্পতিবার ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া ২ নং গ্ৰাম পঞ্চায়েতের উপসমিতি দখল করে আবির খেললেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। যদিও বিজেপির দাবি, অর্থ ও চাকরির লোভ দেখিয়ে তাদের এক পঞ্চায়েত সমিতির সদস্যকে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। 



অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, গ্ৰাম পঞ্চায়েতের ক্ষমতা থাকবে তৃণমূল কংগ্রেসের হাতে। কেননা অর্থ কমিটিতে সংখ্যাগরিষ্ঠ তৃণমূল কংগ্রেস। তাই কাজ করতে পারবে না তারা প্রধান, উপপ্রধান।




উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের ফল বেরোনোর পর দেখা যায় ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া ২ গ্ৰাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়। মোট ১৯ জন গ্ৰাম পঞ্চায়েত সদস্যর মধ্যে তৃণমূল কংগ্রেসের নয়জন, বিজেপির নয়জন ও একজন সিপিএমের । পরবর্তীতে সিপিএমের একমাত্র জয়ী পঞ্চায়েত সদস্য প্রধান হন ও বিজেপি থেকে উপপ্রধান হয়। স্বাভাবিকভাবেই গ্ৰাম পঞ্চায়েতের উপসমিতি কার দখলে থাকবে তা নিয়েও জটিল অংক দেখা যায়। কেননা পঞ্চায়েত সমিতির তিনজন সদস্যের মধ্যে দুজন তৃণমূল কংগ্রেসের ও একজন বিজেপির।তারাও উপসমিতি নির্বাচনে অংশ নিতে পারেন। এক্ষেত্রে তৃণমূল ও বিরোধী সিপিএম ও বিজেপির সংখ্যা দাঁড়ায় এগারো ও এগারো।আর এদিন বিজেপির একমাত্র পঞ্চায়েত সমিতির সদস্য অনুপস্থিত ছিলেন। আর তাই উপসমিতির দখল নেয় তৃণমূল কংগ্রেস।