TET: বহাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়, কত পেলে পাশ প্রাথমিক টেট?


highcourt


কত নম্বর পেলে পাশ টেটে? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কেই বহাল রাখা হল। গত বছরের নভেম্বরে টেট পাস সংক্রান্ত একটি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ১৫০-এর মধ্যে ৮২ পাওয়া পরীক্ষার্থীদের পাশ করানোর নির্দেশ দেন। বিচারপতি নির্দেশ দেন, ২০১৪-র ৫ জন এবং ২০১৭’র ১৬ জন, মোট যে ২১ জন সংরক্ষিত বিভাগের প্রার্থী টেটে ১৫০-র মধ্যে ৮২ পেয়েছেন, তাঁদের টেট উত্তীর্ণ হিসাবে গণ্য করতে হবে এবং ২০২২ এর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহনের সুযোগ দিতে হবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই রায়কেই বহাল রাখলেন।




বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। নিয়ম অনুযায়ী, সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে টেট পাসের জন্য ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেতে হয়। সেই হিসেবে ১৫০-এর মধ্যে ৮২.৫ পেতে হয় টেটে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা গড়ালে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের মতানৈক্য দেখা দেওয়ায় হাইকোর্টের তৃতীয় বেঞ্চে মামলা হয়। মামলা যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যর তৃতীয় বেঞ্চে । সেই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের রায় বহাল রাখল বিচারপতি ভট্টাচার্যর বেঞ্চ।



বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দিলেন, 'বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের উপর এই মুহূর্তে হস্তক্ষেপ করবে না আদালত'। বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায়, '২০১৪ ও ২০১৭-র টেটে সংরক্ষিত বিভাগে ৮২ নম্বর প্রাপ্তদের টেট উত্তীর্ণ হিসেবে গণ্য করতে হবে। ২০২২-র প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহনের সুযোগ দিতে হবে'।