Abhijit Gangopadhyay: পর্দাফাঁস হতে পারে আরও বড় দুর্নীতির? ইঙ্গিত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের



High Court




নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) বড় কোনো পর্দাফাঁস হতে পারে? সামনে আসছে বড় কোনো দুর্নীতি? কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভরা এজলাসে এক মন্তব্য ঘিরে তেমনটাই ইঙ্গিত মিলছে।



মঙ্গলবার ২০১৪-র টেটে OMR শিট সংক্রান্ত একটি মামলার শুনানি চলকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, 'আর কটা দিন আছে, চলে যেতে হবে, কিন্তু কিছু করে যাব। চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে কিছু করে যাব'।



বিচারপতির কথা শুনে আইনজীবী কল্লোল বসু বলেন, বিপ্লব দীর্ঘজীবী হোক। পাল্টা বিচারপতি বলে ওঠেন, বিপ্লব দীর্ঘজীবী হবেই। এরপর তিনি বলেন, 'যারা ভুলে যায়, তারা অকৃতজ্ঞ, কিছু করে যাব, এভাবে চলতে পারে না'।



সিবিআইয়ের আইনজীবী বলেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের (উচ্চতা) সমান দুর্নীতির খতিয়ান নিয়ে আমরা (CBI) ১১ সেপ্টেম্বর এজলাসে হাজির হব। উত্তরে বিচারপতি বলেন, তাহলে তো সেই বিশাল পরিমাণ দুর্নীতি ভেঙে ফেলা দরকার। ২০০১ সালের এই ১১ সেপ্টেম্বর বিধ্বংসী সন্ত্রাসবাদী হামলায় গুঁড়িয়ে গিয়েছিল পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর কি এভাবেই নিয়োগ দুর্নীতির ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে পড়তে পারে?