দেশের নাম বদলের জল্পনা আরও বেশি করে উসকে উঠলো, এবার PM of Bharat
হিন্দুত্ব এবং জাতীয়বাদ নিয়ে সরগরম ভারতীয় রাজনীতি। ভারতীয় রাজনীতিতে নয়া অনুষঙ্গ ‘ভারত’ না ‘ইন্ডিয়া’! সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর লেখা চিঠিতে 'President of India' এর পরিবর্তে লেখা হয়েছে 'President of Bharat' আর এরপরেই ভারতীয় রাজনীতিতে কেন্দ্রের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন করে দেশের নাম বদলের অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক আমন্ত্রণ পত্র সামনে আসলো যা দেশের নাম বদলের জল্পনাকে আরও বেশি করে উসকে দিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন সেই সফরের আনুষ্ঠানিক চিঠিতে লেখা হয়েছে 'Prime Minister of Bharat'। ‘প্রাইম মিনিস্টার ইন্ডিয়া’র পরিবর্তে লেখা হয়েছে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’। মঙ্গলবার এই চিঠি প্রকাশ্যে আনেন বিজেপি (BJP) মুখপাত্র সম্বিত পাত্র (Sambit Patra)। আর তারপরেই ফের বিতর্ক উসকে গেল।
২০তম ASEAN-ভারত শীর্ষ সম্মেলন এবং ১৮তম EAS শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ায় যাচ্ছেন মোদি। ৭ সেপ্টেম্বর, ২০২৩-এ এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ পোস্ট করেন, “দেখুন মোদি সরকার কতখানি বিভ্রান্ত! ২০তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে এবার প্রাইম মিনিস্টার অব ভারত। বিরোধীরা ঐক্যবদ্ধ্য হওয়ায় এবং জোটের নাম ইন্ডিয়া দেওয়ায় এই নাটক শুরু হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊