একাধিক দাবিতে উপাচার্যকে ঘিরে বিক্ষোভ ছাত্র ছাত্রীদের 

Students Protest


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

ছাত্র বিক্ষোভে উত্তাল বর্ধমান বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হস্টেলের সমস্যার সমাধানের উদ্দেশ্যে উপাচার্য গৌতম চন্দ্র-কে ঘেরাও করে উপাচার্যের ঘরের সামনে ঘন্টার পর ঘন্টা বিক্ষোভ দেখান পড়ুয়ারা। হস্টেলের পড়ুয়াদের অভিযোগ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১২টি হোস্টেল রয়েছে। প্রত্যেক হোস্টেলের অবস্থা খুবই শোচনীয়। ছাদের চাঙর খসে পড়ছে, হোস্টেলের আশপাশে জমেছে জঙ্গলো, যার নিকাশি ও শাফায় অভিযান হয় না বহুদিন ধরে, ফলে হস্টেলে থাকাই অস্বাস্থ্যকর হয়ে দাঁড়িয়েছে। এমনকি বাথরুমের প্যান থেকে উঠে আসছে জল এক কথায় হোস্টেলের ড্রেনেজ ব্যবস্থা একেবারে বেহাল। 



আরও অভিযোগ, একদিকে যখন রাজ্যজুড়ে ডেঙ্গুর বারবার অন্ত চলছে সেই ডেঙ্গু নিয়ে সচেতনতার প্রচার ডেঙ্গুর আঁতুর ঘর হয়ে দাঁড়িয়েছে এই বিশ্ববিদ্যালয়। আরো জানান এ বিষয়ে বারংবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জানানো হয়েছে কিন্তু তারা কোন পদক্ষেপ নেয়নি। এই বিক্ষোভ প্রায় তিন ঘন্টা ধরে চলে বলে জানা যায়।




এ বিষয়ে উপাচার্য গৌতম চন্দ্র বলেন, ছাত্র-ছাত্রীরা হোস্টেলের সমস্যা নিয়ে যে অভিযোগ করছে তা আমি দেখছি। আরও কোনো সমস্যা আছে কিনা তা খতিয়ে দেখে আমি যত দ্রুত সম্ভব তার সমাধান করার চেষ্টা করব।