Latest News

6/recent/ticker-posts

Ad Code

KP Result: কলকাতা পুলিশ নিয়োগের ফল প্রকাশ, এখনি জানুন আপনার ফল

KP Result: কলকাতা পুলিশ নিয়োগের ফল প্রকাশ, এখনি জানুন আপনার ফল



WBPRB



কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কন্সেটবল পদে নিয়োগের ফল প্রকাশিত হল আজ। এই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফল জানতে পারবেন।


প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন নং, জন্ম তারিখ ও জেলা দিলেই নিজেদের ফল জানতে পারবেন। 


প্রিলিমিনারী পরীক্ষায় সফল প্রার্থীরা শারিরীক যোগ্যতা পরীক্ষার জন্য উত্তীর্ণ হবে। এরপর শারিরীক যোগ্যতায় উত্তীর্ণ হলে মেইনস দিতে হবে প্রার্থীদের। 

কিভাবে জানবেন ফল? 

প্রথমে পুলিশ নিয়োগের অফিশিয়াল ওয়েবসাইট www.prb.wb.gov.in এ যান। 

এরপর, Written Exam এ যান। 

সেখানে সিলেক্ট করুন ‘Recruitment of Constable & Lady Constable to Kolkata Police 2023’ 

এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করুন। 

আপনার ফল দেখা যাবে। 

সরাসরি ফল জানতে ক্লিক করুন: 



জানা যাচ্ছে, অ্যাপলিকেশন নং ও জন্ম তারিখ দিলেও জেলা নির্ধারন করা যাচ্ছে না ওয়েবসাইটে। আগামী ২৯শে সেপ্টেম্বর সক্রিয় হলে ফল জানতে পারা যাবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code