দিনহাটা শহর থেকে চুরি ষাড়, পথ অবরোধ করে উদ্ধারের দাবি স্থানীয়দের 

Dinhata News


দিনহাটা

দিনহাটা শহরের চড়ক মাঠ থেকে দুটি ষাঁড় গরু দুষ্কৃতীরা বোলেরো গাড়ি করে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ বাসিন্দাদের। সোমবার সকাল নয়টা নাগাদ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বাড়িতে গিয়ে মন্ত্রীর সাথে দেখা করে অবিলম্বে ষাঁড় গরু দুটিকে উদ্ধারের দাবি জানান। জানা গিয়েছে, এদিন সকালে দুষ্কৃতীরা দুটি ষাঁড় গরুকে চড়ক মাঠ থেকে তুলে নিয়ে যাওয়ার সময় প্রাত:ভ্রমণ কারীরা সেটা দেখে ফেলে। বিষয়টি জানাজানি হতেই স্থানীয়রা আন্দোলনের নামে।




এলাকার বাসিন্দারা জানান, মাঠের ভিতরে একটি বোলেরো গাড়ি তে করে দুটি ষাঁড় গরু তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। যারা মর্নিং ওয়াক করছিল তারা বাধা দিলে তাদেরকে হুমকি দেওয়া হয়। এরপরেই আমরা পথ অবরোধ করি। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ এবং পুরসভার চেয়ারম্যান ঘটনাস্থলে আসে এবং আমাদের আশ্বাস দেয় দ্রুত ষাঁড় গরু দুটি উদ্ধার করা ব্যবস্থা করা হবে।



পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী জানান, চরক মাঠে বেশ কয়েকটি ষাঁড় গরু সেখানে থাকে। দুটি ষাঁড় গরু দুষ্কৃতীরা এদিন তুলে নিয়ে যায়। প্রতিবাদী এলাকার বাসিন্দারা পথ অবরোধ করলে আমরা সেখানে ছুটে গিয়ে তাদের সাথে কথা বলি এবং তারা পথ অবরোধ তুলে নেয়।