সাত সকালে বাড়িতে ঢুকে শ্যুট আউট, চাঞ্চল্য এলাকাজুড়ে, গ্রেফতার ১
সাত সকালে বাড়িতে ঢুকে খন্ডঘোষে শ্যুট আউটের ঘটনার চার ঘণ্টার মধ্যেই পুলিশ জামালপুর থানা এলাকার মশাগ্ৰাম থেকে গ্রেফতার করল বিকু শেখ নামে এক দুষ্কৃতীকে। শ্যুট আউটে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও একটি মোটর বাইকও দুষ্কৃতীর কাছ থেকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর দিয়ে হুগলি জেলায় পালানোর পরিকল্পনা ছিল তার। জামালপুর থানা এলাকার মশাগ্ৰাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বুধবার সকালে পূর্ব বর্ধমানের খন্ডঘোষের কৈয়ড় অঞ্চলের আড়িন গ্রামে এই শ্যুট আউটের ঘটনা ঘটে। জানা গেছে অভিজিৎ রায় নামে এক যুবকের কাছে পাওনা টাকার তাগাদা করতে এসে বচসায় জড়িয়ে পড়ে দুজন। এরপরই বিকু শেখ রিভলবার থেকে অভিজিৎ কে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন অভিজিৎ রায় ওরফে দুষ্টু (২৬)।
পুলিশ ঘটনার পরই আশপাশের প্রতিটি থানাকে সতর্ক করে জোরদার তল্লাশি শুরু করে। পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর দিয়ে হুগলি জেলায় পালানোর পরিকল্পনা ছিল অভিযুক্ত বিকু শেখের। জামালপুর ও হুগলির বর্ডার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
ভয়াবহ অবস্থা
উত্তরমুছুনAi sob ghotona akn common hoye geche din din ro bere jabe
উত্তরমুছুনEto sahos kothay pay?!
উত্তরমুছুন