অ্যাপসের মাধ্যমে দুই লক্ষ ছাপান্ন হাজার আটসট্টি টাকা খোয়ালেন এক ব্যক্তি
সঞ্জিত কুড়ি , পূর্ব বর্ধমান :-
অ্যাপসের মাধ্যমে দুই লক্ষ ছাপান্ন হাজার আটসট্টি টাকা প্রতারিত হয়ে বর্ধমান সাইবার ক্রাইমের দারস্থ হলেন কাটোয়ার মাধবী তলার বাসিন্দা প্রসেনজিৎ দত্ত।
সোশ্যাল মিডিয়ার একটি জনপ্রিয় অ্যাপস হলো হটস্টার।এই হটস্টারের মাধ্যম্যে নানা ধরনের কাজ কর্ম করা যায়।কাটোয়ার বাসিন্দা প্রসেনজিৎ দত্ত এই অ্যাপসের মাধ্যমে অনেক কাজকর্ম করার জন্য হটস্টার অ্যাপটি নিয়ে ছিলেন। সেই জন্য প্রসেনজিৎ বাবুর একাউন্ট থেকে মাসে মাসে অটোমেটিক টাকা কাটাও হতো বলে তিনি জানান।
বর্তমানে এই অ্যাপটি বন্ধ করার জন্য প্রথমে ফোনপে কোম্পানির সাথে কথা বলেন। ফোনপে কোম্পানির পরামর্শ মতো এর পর গুগল থেকে হটস্টার কোম্পানিকে ফোন নং নিয়ে হটস্টার কোম্পানিকে ফোন করা হলে সেখান থেকে হটস্টার অ্যাপটি বন্ধ হয়ে যাবে বলে জানান। এরপর একটি উরো ফোন আসে সেখানে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। তাদের পরামর্শ মতো অ্যাপ ডাউনলোড করার পর দেখেন তার একাউন্ট থেকে টাকা কাটতে থাকে। তিনি যে প্রতারিত হচ্ছেন তা বুঝে ফোন কেটে দেন এবং ব্যাঙ্কে গিয়ে তার একাউন্ট লক করেন। এবিষয়ে কাটোয়া থানায় অভিযোগ জানানোর পর আজ বর্ধমান সাইবার ক্রাইমে আসেন।
পূর্ব বর্ধমান সাইবারক্রাইম ব্রাঞ্চ তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।