মহিলার গলার হার ছিনতাই করতে গিয়ে দিনে দুপুরে স্থানীয়দের হাতে ধরা পড়লো ছিনতাইবাজ

woman's necklace



দিনেদুপুরে স্থানীয়দের হাতে ধরা পড়লো ছিনতাই বাজ। এক মহিলার গলার হার ছিনতাই করে পালাতে গিয়ে এই কাণ্ডটি হয়েছে। ঘটনাটি ঘটেছে, রবিবার রূপনারায়নপুর ফাঁড়ির অন্তর্গত বাজার এলাকায়।

জানা গেছে, রূপনারায়ণপুর বাজার থেকে পূজার সামগ্রিক ক্রয় করে রূপনগর বাড়ি ফিরছিলেন স্থানীয় মহিলা পুনম দেবী। তখনই জয়া রিসিপশনের ঠিক পেছনেই ঝাড়খন্ড নম্বারের এক বাইকে করে দুই যুবক পুনম দেবীর গলার হার ছিনতাই করতে যায়।

মহিলা চিৎকার করতেই স্থানীয় মানুষজন ছুটে আসে এবং ওই দুই যুবক ছিনতাই করে পালাতে গেলে ওই মোটর সাইকেল নিয়ে পড়ে যায়। কোন রকমে ছুটে পালিয়ে যায় একজন। তবে একজনকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা ।

জানা গেছে, ওই যুবককে গণধোলাই দেয় তারা। মোটর সাইকেলটিতে ভাংচুর চালায়। ঘটনা খবর পেয়ে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এলে ওই একজন ছিনতাইকারীকে স্থানীয়রা রূপনারায়ণপুর পুলিশের হাতে তুলে দেয় ও ঝাড়খন্ড নাম্বারের মোটর সাইকেলটি বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃত ওই যুবকের নাম প্রদীপ কুমার মণ্ডল(৩০)। পুরুলিয়া জেলার পারবেলিয়া অঞ্চলের বাসিন্দা।

ওই মহিলা পুনম সিং জানান, তিনি ও তার সাথে একজন রূপনারায়ণপুর বাজার থেকে বাজার করে আসার সময় ঠিক জয়া রিসিপশনের পিছনে আসতেই মোটর সাইকেল করে আসা ২ যুবক তার গলার হার ছিনিয়ে নিয়ে পালাতে যায়। তখনই পালাতে গিয়ে গাড়ি থেকে তারা পড়ে যায়। স্থানীয়রা একজনকে ধরে ফেলে অন্য একজন পালিয়ে যায়। তবে ধৃত যুবকের কাছে গলার হারটি উদ্ধার করে পুলিশ। রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ।