Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঘাসফুল শিবিরে যোগ দিল নির্দল পঞ্চায়েত সদস্যা

ঘাসফুল শিবিরে যোগ দিল নির্দল পঞ্চায়েত সদস্যা

TMC


তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সাহেবগঞ্জ এর নির্দল পঞ্চায়েত সদস্যা। সোমবার সকালে সাহেবগঞ্জ এর ৭ এর ৯০ নাম্বার বুথের নির্দল পঞ্চায়েত সদস্যা মিরাতুন বিবি সহ আরো অনেকেই ঘাসফুল শিবিরে যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দিনহাটা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। 



বামনহাটে ব্লক সভাপতির বাসভবনে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়, উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ অঞ্চল তৃণমূল সভাপতি ধরনি কান্ত বর্মন, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বীরেন বর্মন, সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন সহ আরও অনেকেই। উল্লেখ্য সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ২২ টি আসনের মধ্যে ১৭ টিতে জয়লাভ করে তৃণমূল, দুইটিতে বিজেপি, দুইটি নির্দল, একটি সিপিআইএম জয়লাভ করেছিল। পরবর্তীতে সিপিআইএম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করে আজ এক নির্দল পঞ্চায়েত সদস্যা তৃণমূলে যোগদান করায় শাসকদলের আসন সংখ্যা বেড়ে হলো ১৯।



আজকের যোগদান প্রসঙ্গে ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী আজ আমাদের দলে যোগদান করলেন পাশাপাশি বহু সংখ্যক কর্মীরাও যোগদান করেছে। বিজেপির ২ পঞ্চায়েত যোগাযোগ রেখেছে আগামীতে তারাও যোগদান করবে বলে জানান তিনি।



অন্যদিকে এই যোগদান প্রসঙ্গে জেলা বিজেপি সম্পাদক জীবেশ বিশ্বাস বলেন, আমরা কোন সংখ্যালঘু প্রার্থী দাড় করাইনি। এটা ওদের গোষ্ঠী কোন দলের ফলে তৃণমূলের নির্দল প্রার্থী দাঁড়িয়েছিল তাকে আবার দলে যোগদান করালো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code