WB Primary TET: শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগে আবেদন গ্রহন, কবে থেকে? ঘোষনা পর্ষদ সভাপতির
আগামীকাল থেকেই শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা TET-এর আবেদন গ্রহন। ২০২২-এর পর এবার ২০২৩-এও হতে চলেছে প্রাথমিক টেট (WB Primary TET 2023)। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, আজই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে টেটের। আগামীকাল দেওয়া হবে বিজ্ঞাপন। আগামীকাল সন্ধ্যে থেকে অনলাইনে ফর্ম ফিলাপ (WB Primary TET 2023) শুরু হবে।
প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পাল বলেন, "২০২২-এ আমরা টেট নিয়েছিলাম। ২০২৩ সালেও আমরা টেট নিতে যাচ্ছি।প্রাইমারি টিচার এলেজিবিলিটি টেস্ট বা ২০২৩ সালের টেট (WB Primary TET 2023) হচ্ছে ডিসেম্বর মাসের ১০ তারিখে। রবিবার পরীক্ষা নেওয়া হবে। ১২টা থেকে ৩টে পর্যন্ত হবে টেট।"
তিনি আরও জানিয়েছেন, যেমন- গতবারে আমরা কিছু বিধিনিষেধ আরোপ করেছিলাম, সেগুলো সবটাই থাকবে। বায়োমেট্রিক উপস্থিতি আমরা যাচাই করেছিলাম। প্রত্যেকটি কেন্দ্রে ক্যামেরার নজরদারি ছিল। গতবারের মতো টেটের OMR অ্যানসার শিট (OMR Answer Sheet), তার অরিজিনাল কপি (Original Copy) বোর্ড নেবে। কিন্তু, তার ডুপ্লিকেট কপি (Duplicate Copy), সঙ্গে প্রশ্নপত্রের বুকলেট বাড়িতে নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊