MS Swaminathan: প্রয়াত সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন

MS Swaminathan


প্রয়াত ভারতের সবুজ বিপ্লবের (Green Revolution) জনক প্রখ্যাত কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথন। বৃহস্পতিবার সকাল ১১টা বেজে ২০ মিনিটে চেন্নাইয়ে (Chennai) মারা যান তিনি।



ভারতে খাদ্যসঙ্কট মোকাবিলার ক্ষেত্রে কৃষিবিজ্ঞানী এবং উদ্ভিদ-জিনের গবেষক এমএস স্বামীনাথনের ভূমিকা ছিল অপরিসীম। উচ্চ ফলনশীল বীজ (High yielding Seeds) উৎপাদন করে খাদ্য সঙ্কট মোকাবিলায় লড়াই করেছেন তিনি। ১৯৭২ থেকে ১৯৮০ সাল পর্যন্ত Indian Council of Agricultural Research (ICAR)- এর ডিরেক্টর জেনারেল ছিলেন স্বামীনাথন। তারপরে ১৯৮২ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত International Rice Research Institution (IRRI)-এর ডিরেক্টর জেনারেল পদে ছিলেন তিনি। 



১৯৭১ সালে রামন ম্যাগসাইসাই পুরস্কার, ১৯৮৬ সালে অ্যালবার্ট আইনস্টাইন ওয়ার্ল্ড সায়েন্স পুরস্কার, ১৯৮৭ সালে বিশ্ব খাদ্য পুরস্কার (World Food Prize) পেয়েছেন। ১৯৯১ সালে Tyler Prize for Environmental Achievement-এর পুরস্কার পেয়েছেন। এছাড়াও পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মান পেয়েছেন তিনি। লাল বাহাদুর শাস্ত্রী পুরস্কার, ইন্দিরা গাঁধী পুরস্কারেও সম্মানিত হয়েছেন তিনি। রাজ্যসভার সদস্যও ছিলেন তিনি।