Latest News

6/recent/ticker-posts

Ad Code

নতুন টাইম টেবল সম্পর্কিত দাবী জিয়াগঞ্জ আজিমগঞ্জ নাগরিক ও রেল যাত্রী মঞ্চের

নতুন টাইম টেবল সম্পর্কিত দাবী জিয়াগঞ্জ আজিমগঞ্জ নাগরিক ও রেল যাত্রী মঞ্চের

new time table demand



দক্ষিনের মুর্শিদাবাদ, জঙ্গীপুর, নদীয়া, মালদা প্রভৃতি স্থানের সাথে কোচবিহার তথা উত্তরবঙ্গের সাধারণ রেল যাত্রী ও রেল এসোসিয়েশনের এর দাবীর মধ্যে সাযুজ্যপূর্ণ নতুন টাইম টেবল সম্পর্কিত দাবী ডি. আর. এম হাওড়া ও পূর্ব রেলের কাছে পাঠালেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ নাগরিক ও রেল যাত্রী মঞ্চের সদস্যরা।

মঞ্চের কনভেনরের তরফে অধ্যাপক (ড.) রাজা ঘোষ, অধ্যাপক অমিতাভ কর, স্থানীয় বাসিন্দা গনেশ প্রশাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অধ্যাপক (ড.) রাজা ঘোষ বলেন অসম বাঙলা গড়ীব রথ এক্সপ্রেসকে দীর্ঘদিন বন্ধ রেখে একটি স্পেশাল ট্রেনকে অত্যাধিক ভাড়া (উদাহরণস্বরূপ 3AC র জন্য প্রায় ~660/- টাকার পরিবর্তে 1040/-) দিয়ে চালানো হচ্ছে। তাড় পড়েও ট্রেনটি কোন দিনই ঠিক সময়ে চলছে না। অথচ ভারতবর্ষের অন্যান্য অনেক রেলওয়ে জোনেই গড়ীব রথ এক্সপ্রেসকে পুনরায় চালু করা হয়েছে কড়োনা পরবর্তী কালে।

এছাড়াও দক্ষিণ বঙ্গ যেমন মুর্শিদাবাদ, নদীয়া, মালদা ইত্যাদির সাথে উত্তর বঙ্গের সাধারণ রেল যাত্রী ও রেল এসোসিয়েশনের এর দাবীর মধ্যে সাযুজ্যপূর্ণ নতুন টাইম টেবল সম্পর্কিত দাবী তুলে ধরা হয়েছে।

এই টাইম টেবল এর আগে 26 শে আগস্ট, 2023 এ আজিমগন্জ জংশন স্টেশন ম্যানেজার এর মাধ্যমে হাওড়া ডি. আর. এমের কাছে অনলাইনে পাঠানো হয়েছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code