Abhishek Banerjee ED Summon: বেছে বেছে গুরুত্বপূর্ণ দিনগুলিতেই অভিষেককে তলব ইডির, অভিযোগ তৃণমূলের

Abhishek Banerjee




নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক বন্দোপাধ্যায়কে তলব করলো ইডি। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে তৃণমূলের ধর্না কর্মসূচির দ্বিতীয় দিন অভিষেককে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ৩রা অক্টোবর সকাল সাড়ে দশটায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়কে।




কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে তৃণমূলের কর্মসূচির ঘোষনা অনেক আগেই হয়েছে। ২রা অক্টোবর থেকেই শুরু হবে তৃণমূলের কর্মসূচি। কর্মসূচির দ্বিতীয় দিন অর্থাৎ ৩রা অক্টোবর মূল কর্মসূচি, যন্ত্র মন্তরে ধর্না এবং কৃষি ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্দেশে রওনা দেওয়ার কথা। আর সেদিনই তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা সাংসদ ও সর্বভারতীয় তৃণমূলের সাধারন সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়কে তলব করলো ইডি।




এর আগে I.N.D.I.A জোটের বৈঠকের দিন তলব করেছিল ইডিকে। গত ৩রা সেপ্টেম্বর জোটের বৈঠকে যোগ না দিয়ে ইডির হাজিরায় সিজিও কমপ্লেক্সে হাজিরা হয়েছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। এবার দিল্লীতে অভিষেকের নেতৃত্বে তৃণমূলের কর্মসূচির দিন অভিষেককে তলব করলো ইডির। নবজোয়ার কর্মসূচি চলাকালীনও তাঁকে ডেকে পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। আর তাই বেছে বেছে গুরুত্বপূর্ণ দিনগুলিতেই অভিষেককে ডাকা হচ্ছে বলে অভিযোগ করছে তৃণমূল। 


এর আগে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায় অভিযোগ করেছিলেন রাজনৈতিক ভাবে লড়াই করতে না পেরে ইডি ও সিবিআই-কে দিয়ে হেনস্থা করা হচ্ছে। সমস্ত নথি দেওয়া সত্ত্বেও হেনস্থা করা হচ্ছে, তিনি এবং তাঁর স্ত্রী মোট ন'বার হাজিরা দিয়েছেন, সমস্ত সম্পত্তির খতিয়ান দিয়েছেন, তার পরও বার বার ডেকে পাঠিয়ে, ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে হেনস্থা কার হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূলের সাধারণ সম্পাদক।


ফের অভিষেক বন্দোপাধ্যায়কে ইডির তলব নিয়ে তৃণমূল কংগ্রেস একই অভিযোগ আনছে। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচি থাকলেও, তাঁকে ডেকে পাঠানো সংস্কৃতি হয়ে উঠেছে ED-র। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক ভাবে উত্যক্ত করাই কাজ বিজেপি-র। কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে ওরা। এর আগে, I.N.D.I.A জোটের বৈঠকের দিন ডেকে পাঠানো হয়। বৈঠকে না গিয়ে অভিষেক হাজিরা দেন। আবার দেখুন রাজধানীর বুকে যখন কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসা, বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে নামছেন, সেই সময়ই ৩ তারিখ সমন পাঠানো হল। এতে প্রমাণ হয় যে, অভিষেকের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে।"



সমনের চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক লেখেন, '৩ অক্টোবর দিল্লিতে বাংলার প্রাপ্য টাকার দাবিতে প্রতিবাদ আন্দোলন রয়েছে। আর তার আগে আজ আবারও আমাকে ডেকে পাঠিয়ে সমন পাঠানো হল। এতে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে, ঠিক কারা উদ্বিগ্ন, ভীত এবং সন্ত্রস্ত'।



অভিষেক আরও লেখেন, 'চলতি মাসের গোড়ায়,কাকতালীয় ভাবে দিল্লিতে I.N.D.I.A জোটের গুরুত্বপূর্ণ বৈঠকের দিনই আমাকে ডেকে পাঠানো হয়। বাধ্য নাগরিকের মতোই সেই সমন অনুযায়ী হাজিরা দিই আমি'।