রাষ্ট্রায়ত্ত সংস্থায় ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ, জানুন বিস্তারিত
![]() |
Job Notification |
GRSE Limited Recruitment 2023
গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই রাষ্ট্রায়ত্ত সংস্থা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ। এই সংস্থায় চুক্তির ভিত্তিতে এক্সপার্ট/ স্পেশালিস্ট (এইচআর স্ট্র্যাটেজি) বা বিশেষজ্ঞ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আবেদনকারীর বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। কিছু ক্ষেত্রে বয়সের সীমা ৬৯ বছর পর্যন্ত করা হতে পারে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে প্রথম দু বছরের জন্য নিয়োগ করা হবে এই পদে। এরপর সংস্থার প্রয়োজনে চাকরির মেয়াদ বাড়তে পারে। মাসিক বেতন নিয়ে তেমন কিছু বলা হয়নি বিজ্ঞপ্তিতে।
প্রার্থীদের স্নাতকের পর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট/ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট/ পার্সোনেল ম্যানেজমেন্ট/ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস/ সোশাল ওয়ার্ক/ লেবার ওয়েলফেয়ারে এমবিএ/ পিজি ডিগ্রি/ পিজি ডিপ্লোমা অথবা সমতুল যোগ্যতা থাকতে হবে। এর সাথে সাথে পেশাগতভাবে ২৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রাথমিকভাবে এই যোগ্যতার কথা জানানো হয়েছে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নজর রাখুন।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি দিয়ে আবেদনপত্রটি পূর্ণ করতে হবে 29শে সেপ্টেম্বরের মধ্যে। এরপর অনলাইনে আবেদন করা আবেদন পত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে তেশরা অক্টোবরের মধ্যে। এই পদে নিয়োগ হবে ইন্টারভিউ এর মাধ্যমে। ইন্টারভিউ এর তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊