মাধ্যমিক পরীক্ষার্থীর রেজিস্ট্রেশনে ভুল হলে দায় কার? জরিমানা কার? স্কুল না পরীক্ষার্থীর? নির্দেশিকা দিয়ে স্পষ্ট করলো পর্ষদ 

Students


মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনে কোনো ভুল হলে ছাত্রছাত্রীদের আর হয়রানি হতে হবে না কারণ মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হল পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনে কোনো ভুল হলে তার দায় বিদ্যালয়ের। ফলে এই ভুলের জন্য সংশোধনের ১০০০ টাকা চার্জ এবার গুনতে হবে বিদ্যালয়কেই। এমনই জানালো মধ্য শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে এনিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে পর্ষদ।



মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনে কোনো ভুল হলে তার সংশোধন করতে এক হাজার টাকা জরিমানা দিয়ে ভুল সংশোধন করতে হয়। এই ফাইন দেওয়া ছাত্রছাত্রীদের পক্ষে সম্ভব নয় বলে পর্ষদকে চিঠি লেখে বিভিন্ন শিক্ষক সংগঠন বলেই খবর। ধার্য করা জরিমানার পরিমাণ নিয়ে পর্ষদকে বিবেচনা করার আর্জি জানানো হয়। এবার পর্ষদ সেই জরিমানা বিদ্যালয়ের ওপর চাপিয়ে দিল।



বোর্ডের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়সীমার পরে সংশোধনের জন্য এক হাজার টাকা ফি দিতে হবে এবার বিদ্যালয়কেই। বোর্ডের কথায়, স্কুলের কাছে তথ্য আছে। সঠিক সময়ে তা সঠিকভাবে পূরণ করা স্কুলের দায়িত্ব। তারজন্য ছাত্রছাত্রী বা অভিভাবক অভিভাবকাদের ফি বহন করতে হবে কেন?



এই নির্দেশের পাশাপাশি পড়ুয়াদের তথ্য পুনরায় যাচাই করা এবং ভুল থাকলে প্রয়োজনীয় সংশোধনের সময়সীমা বাড়িয়ে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।