Chandrayaan 3: ঘুম ভাঙছে না বিক্রম ও প্রজ্ঞানের, চলছে চেষ্টা, উদ্বিগ্ন সকলেই
চাঁদের দেশের দক্ষিণ মেরু স্পর্শ করে ইতিহাস গড়েছে ভারত। ভারতীয় মহাকাশ গবেষণার সংস্থা ইসরোর পাঠানো চন্দ্রযান ৩ (Chandryaan 3) চাঁদে সফট ল্যান্ডিং করার পর চালিয়েছে গবেষণা। চাঁদ থেকে একাধিক তথ্য পৃথিবীতে পাঠিয়েছে রোভার প্রজ্ঞান। ৪ সেপ্টেম্বর পর্যন্ত চাঁদের মাটিতে কাজ করে গিয়েছে বিক্রম এবং প্রজ্ঞান। এরপর শুরু হয় চাাঁদের রাত। পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা করে ঘুম পাড়িয়ে দেওয়া হয় বিক্রম ও প্রজ্ঞানকে। ২ সেপ্টেম্বর 'রোভার' এবং ৪ সেপ্টেম্বর 'ল্যান্ডার'-কে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এরপর কেটে যায় ১৪ দিন। আজ জাগানোর চেষ্টা করছে ইসরো। কিন্তু পাওয়া যায়নি বিক্রম ও প্ররজ্ঞানের সাড়া।
আজ ইসরোর তরফে একটি টুইট করে জানানো হয়েছে, ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানকে জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাঁদের কোনো সিগন্যাল মেলেনি। ইসরো জানিয়েছে, 'ল্যান্ডার' বিক্রম এবং 'রোভার' প্রজ্ঞানকে জাগিয়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া হবে। চন্দ্রপৃষ্ঠে দিন শুরু হয়েছে, ল্যান্ডার ও রোভার দ্বিতীয় দফার গবেষণার কাজ করবে। ফলে বিজ্ঞানীরা বিক্রম ও প্রজ্ঞানকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। সর্বশেষ কি হবে তাঁর দিকেই নজর রাখছে সকলেই। তবে বিক্রম ও প্রজ্ঞানের সিগন্যাল না মেলায় উদ্বিগ্ন সকলেই।
চাঁদের রাত চলাকালীন প্রায় (-২০০) ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকে। এই তাপমাত্রায় থাকার পর বিক্রম এবং প্রজ্ঞানের জেগে ওঠা একটা চ্যালেঞ্জ। পরিকল্পনা অনুযায়ী জেগে ওঠার পর আগামী ১৪ দিন ধরে চাঁদের মাটিতে ফের ঘুরে বেড়াবে রোভার। চলবে গবেষণা। কিন্তু এখনও বিক্রম ও প্রজ্ঞানের সিগন্যাল আসেনি। তবে চেষ্টা চলছে সিগন্যাল পাওয়ার। ফের জেগে উঠে চাঁদের মাটিতে কাজ চালাবে আশাবাদী সকলেই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊