বিশেষভাবে সক্ষম ৮০ জনকে সহায়ক উপকরণ প্রদান
জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর:
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় এবং দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে বিশেষ ভাবে সক্ষম ৮০ জন নাগরিকগনের সহায়তা মূলক উপকরণ বিতরণ অনুষ্ঠান হলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র, গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা, গঙ্গারামপুর মহুকুমা শাসক পি প্রমোদ, গঙ্গারামপুর পৌরসভার উপ-পৌরপ্রধান জয়ন্ত কুমার দাস, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার, গঙ্গারামপুর পৌরসভার ১৮টি ওয়ার্ডের কাউন্সিলারগণ সহ পৌর কর্মী ও এলাকার বাসিন্দা।
এইদিন মঞ্চে উপবিষ্ট প্রত্যেককে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন পৌরকর্মীরা। রাজ্য জুড়ে ডেঙ্গুর থাবা বসেছে, সেইমতো অবস্থায় অনুষ্ঠান মঞ্চ থেকে পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্র ডেঙ্গু নিয়ে সচেতনতার বার্তা দেন পৌর নাগরিকদের। তিনি আরও জানান প্রথম অবস্থায় আমরা ৮০ জন বিশেষ সক্ষম নাগরিকদের উপকরণ দেওয়া হলো, পরবর্তীতে আরও উপকরণ দেওয়া হবে। এরপর মন্ত্রী বিপ্লব মিত্র ও অন্যান্য আধিকারিকরা বিশেষ সক্ষম ভাবে এই মানুষদের জন্য নানান বিষয়ে কথা বলেন। কথা বলেন সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র সহ অন্যান্য আধিকারিকরা।
পৌর এলাকার ৮০ জন সক্ষম নাগরিকদের হাতে উপকরণ তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে সকলের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। বিশেষভাবে সক্ষম এই ৮০ জন বিভিন্ন উপকরণ পেয়ে যারপরনায় খুশি তা বলাই বাহুল্য।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊