Latest News

6/recent/ticker-posts

Ad Code

Viral Video: রেল স্টেশনের ইনকোয়ারিতে কাজ করছে হনুমান

বোলপুর শান্তিনিকেতন স্টেশনে INQURY দপ্তরে কাজ করছে হনুমান!

Viral video




বোলপুর:

“বাঁদরের বাঁদরামি দেখছেন” প্রবাদ বাক্য বলে থাকেন মানুষ জন । কিন্তু হনুমান যে রেল দপ্তরে ঢুকে “INQURY” দপ্তরে ঢুকে চেয়ারে বসে কম্পিউটারের কীবোর্ড হাত দিয়ে কাজ করতে দেখলে হতবাক তো হবেন সকলে। হ্যাঁ, এমনি এক ভিডিও মোবাইল বন্দি হলো।



বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশনের রেল দপ্তরের INQUIRY অফিসে কাজ করছে হনুমান। আর যেখানে দপ্তরের কোনো আধিকারীক তোয়ক্কা না করে ,হনুমানটি চেয়ারে বসে ট্রেন আপডেট দেখছে কম্পিউটার কী বোর্ড হাত দিয়ে। থেমে থাকে নি এখানে সাইডে কাগজ নথি পাতা উল্টে উল্টে দেখে। একেবারে মানুষের মতো কায়দাতে কম্পিউটারের কি বোর্ডে টাইপ করতে দেখা যায় হনুমাটি কে আবার তাকিয়ে থাকে কম্পিউটার স্ক্রিনে।



হনুমানের এই কর্মকাণ্ড টি তীরের গতিতে ২৪ ঘন্টার মধ্যে ভাইরাল হতে শুরু করে। প্রথমে ফেসবুকে বোলপুর শান্তিনিকেতন নামের একটি গ্রুপে ভিডিও টি পোষ্ট হয়। যেখানে নানান মজার মজার কমেন্ট শুরু করে মানুষ জন।

তবে এ বিষয়ে বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশন কর্তৃপক্ষ ও আধিকারিক তেমন কোনো মন্তব্য করতে চান নি। তবে জানা যাচ্ছে হনুমানটিকে প্রায় ৩০ মিনিট পর বের করা হয় কলা বিস্কুট দেখিয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code