Women's Reservation Bill: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল
লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল। সংসদের উচ্চকক্ষে বিলের পক্ষে ২১৫টি ভোট পড়ে। বিপক্ষে কোনো ভোট পড়েনি। এখন রাষ্ট্রপতির অনুমোদন পেলেই আইনে পরিণত হবে বিলটি।
লোকসভায় প্রথমে বিলটি পাশ হয়। শর্ত সাপেক্ষে বিলটির পক্ষে ভোট দেন বিরোধীরাও। শুধু দুইটি ভোট পড়ে বিপক্ষে। এরপর রাজ্যসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে যায় মহিলা সংরক্ষণ বিল।
বিল পাশ হওয়ার পরে এদিন মহিলা সাংসদদের সঙ্গে দেখাও করেন নরেন্দ্র মোদি। তাঁকে ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয়। প্রধানমন্ত্রী ট্যুইটে লেখেন, 'যাঁরা পরিবর্তন আনলেন তাঁরা একসঙ্গে উদযাপন করছেন, এটা দেখা খুবই আনন্দিত। এই নারী শক্তি বন্দন অধিনিয়ম-এর মাধ্যমে ভারত আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।'
এই বিল পাশ করাতে অনেকদিন থেকে চাপ দিচ্ছিল বিরোধীরা। লোকসভায় সোনিয়া গান্ধীর নেতৃত্বে বিরোধীরা সমর্থনের কথা আগেই ঘোষণা করেছিল বিরোধী শিবির। এগিয়ে এসেছিলেন আরজেডির মহিলা নেত্রী রাবড়ি দেবী, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব, বিএসপির মায়াবতীরা। তবে শর্তসাপেক্ষে বিলটির পাশের পক্ষে রায় দেন তারা। ফলে বিলটি প্রায় বিরোধীহীন ভাবে পাশ হয় লোকসভায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊