G20 Summit: শেষ হল G20 বৈঠক, সভাপতিত্ব পেল ব্রাজিল

CE-AH
0

G20 Summit: শেষ হল G20 বৈঠক, সভাপতিত্ব পেল ব্রাজিল

India and brazil



নয় ও দশই সেপ্টেম্বর ভারতে বসেছিল জি-টোয়েন্টি সম্মেলন। রবিবার দ্বিতীয় দিনের জি২০ শীর্ষ সম্মেলন শেষ হল। আর এবার সভাপতিত্ব পেল ব্রাজিল।



আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিত হবে জি২০র যাবতীয় বৈঠক ও শীর্ষ সম্মেলন। পরে ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়ার কথা জি২০ সম্মেলন। পরে ২০২৬ সালে পূর্ণচক্র ঘুরে ফের আমেরিকায় বসার কথা জি২০-র আসর।



এবছর জি২০ সম্মেলনের সভাপতিত্বে ছিল ভারত। ভারতের সভাপতিত্বে দিল্লীতে বসেছে রাষ্ট্রনেতাদের এই বৈঠক। এই বৈঠক ঘিরে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছিল দিল্লী। সাজানো হয়েছে রঙিনভাবে।



ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো, রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদ, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলৎজ, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও, সহ জি২০ এর সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা।



জি২০ সম্মেলনে এসেছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বঙ্গা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিজি টেড্রোস আধানম, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া, আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা সহ আরও অনেকে।



আগামী বছর এই সম্মেলন আয়োজন করবে ব্রাজিল। অর্থাৎ পরবর্তী জি২০ বৈঠক বসছে ব্রাজিলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top