G20-র সমাপ্তিতে বড় ঘোষনা, লাদাখে ২১৮ কোটি ব্যায়ে বিমানঘাঁটি গড়ছে ভারত
আজ দিল্লির মণ্ডপমে শেষ ড়ল টোয়েন্টি সামিটের বৈঠক। আর সেই বৈঠকের শেষে জানা গেল লাদাখে ২১৮ কোটি বিমান ঘাঁটি করছে ভারত। জি-২০ সম্মেলনের সমাপ্তিপর্বে চিনকে কার্যতই চ্যালেঞ্জ ছুড়ে দিল ভারত। রবিবার সম্মেলনের সমাপ্তি ঘোষণার ঠিক আগে ভারতের তরফে এই ঘোষনা করা হয়।
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ বর্ডার রোডস অর্গানাইজেশন এই বিমানঘাঁটি তৈরির দায়িত্ব পেয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর, জম্মুর দেবক সেতু থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রস্তাবিত এই বিমানঘাঁটির শিলান্যাস করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ।
পূর্ব লাদাখের নিয়োমায় পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চতম বিমানঘাঁটি গড়ে উঠছে। এই বিমানঘাঁটি তৈরিতে খরচ পড়বে ২১৮ কোটি টাকা। এর ফলে লাদাখে প্রতিরক্ষা কাঠামো সেনাবাহিনী এবং বায়ুসেনা বল পাবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
এমনিতেই দুদেশের সম্পর্ক তলানিতে। সীমান্ত সংঘাত ঘিরে দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল ধরেছে। ফলে মনে করা হচ্ছে ভারতে আয়োজিত জি-২০ সম্মেলনে (G-20 Summit) যোগ দেননি চিনের প্রেসিডেন্ট শি চিনপিং।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊